Site icon The News Nest

দেখা দিয়েছে ‘সেপটিক শক’, প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থার অবনতি

রবিবারের বুলেটিনে জানানো হয়েছিল, শারীরিক অবস্থা একই রকম রয়েছে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। কিন্তু সোমবারের বুলেটিন জানিয়েছে, শারীরিক অবস্থার অবনতি হয়েছে তাঁর। ফুসফুসের সংক্রমণ আরও বেড়েছে প্রণববাবুর। এই মুহূর্তে এক বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তাঁর।

সোমবার সকালের মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, ‘গতকালের (রবিবার) তুলনায় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ফুসফুসে সংক্রমণের কারণে তাঁর সেপটিক শক দেখা দিয়েছে এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁর পর্যবেক্ষণ করছেন। তিনি গভীর কোমায় আচ্ছন্ন আছেন এবং ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন।’

আরও পড়ুন: চীনকে মোক্ষম টক্কর, দক্ষিণ চিন সাগরে রণতরী মোতায়েন ভারতের

রবিবার হাসপাতালের তরফে জানানো হয়েছিল, প্রাক্তন রাষ্ট্রপতির রক্তচাপ, পালস রেট ও হার্ট রেটের মতো রক্ত সঞ্চালন স্থিতিশীল আছে। কিন্তু সোমবার সকালে তাঁর পরিস্থিতির আবার অবনতি হয়েছে। পাশাপাশি ফুসফুসে সংক্রমণের জন্যও চিকিৎসা চলছে বলে হাসপাতালের তরফে জানানো হয়।

গত ১০ অগস্ট দিল্লির সেনা হাসপাতালে প্রণববাবুকে ভরতি করা হয়েছিল। পরীক্ষার সময় দেখা গিয়েছিল, তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে আছে। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়েছিল। তাঁর করোনা রিপোর্টও পজিটিভ এসেছিল। অস্ত্রোপচারের পর থেকেই ভেন্টিলেশনে আছেন তিনি। কখনও কখনও শারীরিক অবস্থার উন্নতি খবর মিললেও কখনও কখনও প্রণববাবুর শারীরিক অবস্থা আরও জটিল হয়েছে। মূত্রাশয় সংক্রান্ত সমস্যা এবং ফুসফুসে সংক্রমণও ধরা পড়েছে তাঁর।

প্রণববাবু হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তাঁর বাড়ি বীরভূমের কীর্ণাহারে শুরু হয়েছে যজ্ঞ ও পুজো। তিনি সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত এই প্রার্থনা চলবে বলেই জানিয়েছেন তাঁর পরিবার ও গ্রামের মানুষ। প্রাক্তন রাষ্ট্রপতির আরোগ্য কামনায় প্রার্থনা করেছেন অনেকেই।

আরও পড়ুন: ‘খেলনা নিয়ে নয়, পরীক্ষা নিয়ে আলোচনা চাই’, মোদীর ‘মন কি বাত’ কে বিঁধলেন রাহুল

Exit mobile version