Site icon The News Nest

রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০, মোট অ্যাক্টিভ ১২০- জানাল স্বাস্থ্য ভবন

coronavirus china 660 200320055317

 কলকাতা: আজ মঙ্গলবার সন্ধেয় স্বাস্থ্য ভবনের তরফে বুলেটিন প্রকাশ হতে দেখা গেল রাজ্যে করোনা অ্যাকটিভের সংখ্যা হয়েছে ১২০। সোমবারের রিপোর্টে বলা হয়েছিল, ১১০ জনের দেহে সক্রিয় রয়েছে করোনার জীবাণু। অর্থাৎ, ২৪ ঘণ্টায় বেড়েছে ১০। মৃতের সংখ্যা বাড়েনি, সাতই রয়েছে।

আরও পড়ুন: দেশে করোনা আক্রান্ত এক লাফে বাড়ল ১৪৬৩, মৃত্যু বেড়ে ৩৪৬

সূত্রের খবর, হাওড়ার লিলুয়ায় এক রোগীর দেহে করোনা ভাইরাস মিলেছে। ঠিক তেমনই চিনার পার্কের এক বেসরকারি হাসপাতালের চিকিৎসকের লালা রসের নমুনাও পজিটিভ পাওয়া গিয়েছে। করোনা ভাইরাস পাওয়া গিয়েছে তৃণমূল কংগ্রেসের এক সাংসদ অভিনেত্রীর বাবার লালা রসের নমুনাতেও। তবে নতুন এই ১০ জনের তালিকায় এঁরা আছেন কিনা, তা স্পষ্ট নয় সরকারি বুলেটিনে।

আরও পড়ুন: করোনা আক্রান্তের মৃত্যুর জের, ইডেন বিল্ডিংয়ের পর মেডিক্যালে বন্ধ আরও দুই ওয়ার্ড

মেডিক্যাল কলেজে ৬২ বছরের করোনা পজিটিভ বৃদ্ধার মৃত্যুর পাশাপাশি, বেলেঘাটা আই ডি হাসপাতালেও মৃত্যু হয়েছে ৬৩ বছরের এক ব্যক্তির। তিনি প্রথমে ভর্তি হয়েছিলেন আর জি কর হাসপাতালে। বেলগাছিয়া এলাকার বাসিন্দা ওই ব্যক্তিকে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ১০ এপ্রিল বেলেঘাটা আই ডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এই দু’জনেই পুরনো জটিল রোগে ভুগছিলেন। সেই রোগ নিয়েই তাঁরা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাই রাজ্য সরকার নিযুক্ত চিকিৎসকদের কমিটি খতিয়ে দেখবে আদৌ করোনায় আক্রান্ত হয়েই ওই দু’জনের মৃত্যু হয়েছিল কি না?

আরও পড়ুন: খাবারটুকুও নেই, ঘরে ফেরার তাগিদে বান্দ্রা স্টেশনে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে ১৪ এপ্রিল পর্যন্ত ৩ হাজার ৮১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে, রাজ্যের সাতটি পরীক্ষা কেন্দ্রে। এই বুলেটিন প্রকাশিত হওয়া পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ৪৩৯ জন। এঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। ১ হাজার ৯৫৬ জনকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখার পর ছেড়ে দেওয়া হয়েছে।

যদিও এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেব বলছে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে আক্রান্ত ১৯০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৬ জন, মারা গেছেন ৭ জন। অর্থাৎ, অ্যাক্টিভ ১৪৭ জন।

আরও পড়ুন: জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি নুসরত জাহানের বাবা, আজই করোনা টেস্টের জন্য লালারস সংগ্রহ

Exit mobile version