Site icon The News Nest

সাত সকালে বাংলায় টুইট প্রধানমন্ত্রীর, জানালেন নববর্ষের শুভেচ্ছা

20200324256L 1585062194224 1585062219019

নয়াদিল্লি: এই বছর বাঙালির নববর্ষের আনন্দ ফিকে করে দিয়েছে মারণ ভাইরাস COVID-19। দেশব্যাপী লকডাউনে ২১ দিন। এ দিন সকাল ১০ টায় জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার আগে নববর্ষের শুভেচ্ছা জানাতে ভুলে যাননি প্রধানমন্ত্রী। সুস্থ থাকার শুভেচ্ছাও জানিয়েছেন তিনি৷

আরও পড়ুন: বিনামূল্যে করোনা পরীক্ষা করা হবে কেবল দরিদ্রদেরই, রায় সুপ্রিম কোর্টের

নববর্ষের সকালে এক্কেবারে বাংলা ভাষায় শুভেচ্ছা বার্তা লিখে টুইট করলেন। তিনি লিখেছেন, ‘পয়লা বৈশাখের শুভেচ্ছা গ্রহণ করুন। সকলে সুস্থ থাকুন, ভাল থাকুন’। একই ভাবে এদিন ভারতের আরও অন্য রাজ্যের উৎসব রয়েছে। যেমন, তামিল নববর্ষ পুথাণ্ডু, কেরলের বিশু উৎসবের পাশাপাশি উদযাপিত হবে অসমের বিহু। মালায়লি, তামিল ও অহমিয়া ভাষাতেও টুইট করে বিশু, পুথাণ্ডু ও বিহুর শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: লকডাউন এফেক্ট: রাস্তায় পড়ে থাকা দুধ খেল সারমেয় ও ভবঘুরে, দেখুন মর্মান্তিক ভিডিও

এর আগে জানুয়ারিতে তিনি যখন কলকাতায় এসেছিলেন, তখনও তিনি বাংলায় টুইট করেছিলেন। টুইটে তিনি বলেছিলেন, তিনি আনন্দিত ও উৎসাহিত পশ্চিমবঙ্গে কাটানোর জন্য। রামকৃষ্ণ মিশনে যাওয়ার সৌভাগ্যের কথাও জানিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: লকডাউনে আয় বন্ধ, পাঁচ সন্তানকে নিয়ে গঙ্গায় ঝাঁপ মহিলার

Exit mobile version