Site icon The News Nest

ভরাডুবি রুখতে ইয়েস ব্যংকের ৪৯ শতাংশ শেয়ার কিনছে SBI

yes bank

ওয়েব ডেস্ক: ইঙ্গিত আগেই দিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেই পথে হেঁটেই এবার ডুবন্ত ইয়েস ব্যাংককে বাঁচাতে আসরে নামল স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। ইয়েস ব্যাংকের ৪৯ শতাংশ শেয়ার কিনতে চলেছে এসবিআই। শনিবার এই সিদ্ধান্ত জানিয়েছেন এসবিআইয়ের চেয়ারম্যান রজনীশ কুমার।

ধুঁকতে থাকা ইয়েস ব্যাঙ্কের ৪৯ শতাংশ শেয়ার কিনে নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান রজনীশ কুমার এ দিন বলেছেন, ‘‘দেশের বৃহত্তম ব্যাঙ্ক হিসাবে আমাদের কিছু দায়িত্ব রয়েছে। কর্তব্য রয়েছে। সেই দায়িত্ব আমাদেরই পালন করতে হবে। কোনও এক জনের ভুলের খেসারত কেন একটা প্রতিষ্ঠান দেবে? ব্যাঙ্ক লাটে উঠলে তার ভয়াবহ প্রভাব পড়ে। কিন্তু এসবিআই পাশে দাঁড়ালে পরিস্থিতিটা ঘুরে যাবে। তা সে বেসরকারি বা সরকারি মালিকানাধীন, যা-ই হোক না কেন, দেশের যে কোনও প্রতিষ্ঠানই জাতীয় সম্পদ।’’ এও জানিয়েছেন, ইয়েস ব্যাঙ্কের সমস্যার আদত কারণটা কী, তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। আগামী সোমবারের মধ্যেই তার ফলাফল আরবিআই-কে জানানো হবে।

আরও পড়ুন: ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা রানা কাপুরের বাড়িতে রাতভর ইডি-র তল্লাশি, জারি লুক আউট নোটিস

ইয়েস ব্যাঙ্ককে ভরাডুবি থেকে উদ্ধার করতে স্টেট ব্যাঙ্ককে মাঠে নামানোর সিদ্ধান্ত পাকা হয়ে যায় শুক্রবারই। রিজার্ভ ব্যাঙ্কের পরিকল্পনার খসড়া অনুযায়ী, বেসরকারি ইয়েস ব্যাঙ্কের ৪৯ শতাংশ মালিকানা কিনে নেবে রাষ্ট্রায়ত্ত স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই)। সে জন্য তাদের প্রায় ১১,৭৬০ কোটি টাকা ঢালতে হবে।

অর্থনীতিবিদদের আশঙ্কা, বারবার এরকম বেসরকারি ব্যাঙ্ক সমস্যায় পড়লে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক দিয়ে তাদের উদ্ধারের চেষ্টার সার্বিক প্রভাব ভাল হবে না। এর জেরে সরকারের ভাঁড়ারেই টান পড়বে। ফলে অংশিদারিত্ব কিনেই আপাতত পরিস্থিতি সামলানোর চেষ্টা চলছে সরকারের তরফে। SBI-এর চেয়ারম্যান রজনীশ কুমার জানিয়েছেন, আরও কিছু বিনিয়োগকারীও ইতিমধ্যে ইয়েস ব্যাঙ্ক নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

আরও পড়ুন:  করোনা আতঙ্কে ও YES Bank সংকটের জের! রেকর্ড পতন টাকার দামে, পড়ল সেনসেক্স, ধস শেয়ার বাজারেও

ও দিকে, গত কালের পর এ দিনও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কর্তারা জোর তল্লাশি চালাচ্ছেন ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা রানা কপূরের মুম্বইয়ের বাড়ি-সহ নানা জায়গায়। ইডি সূত্রের খবর, তল্লাশি চলবে সপ্তাহভর।

 

Exit mobile version