Site icon The News Nest

Vivo T1x: সস্তায় গেমিং ফোন আনল ভিভো, থাকছে 5,000 mAh ব্যাটারি- 50 MP ক্যামেরা

vivo

20 জুলাই ভারতে লঞ্চ করেছে Vivo T1x ফোনটি। বাজেট সেগমেন্টে T সিরিজের এই ফোনে থাকছে 90 Hz ডিসপ্লে। ফোনের ভিতরে শক্তি জোগাবে Snapdragon 680 চিপসেট। কম দামের ফোন হলেও স্পেসিফিকেশনে আপোষ করেনি চিনা সংস্থাটি। এই ফোনের প্রাইমারি ক্যামেরায় থাকছে 50 MP সেন্সর। এছাড়াও রয়েছে 5,000 mAh ব্যাটারি। নতুন স্মার্টফোনে আর কী কী ফিচার থাকছে? কিনতে খরচ কত?

Vivo T1x: দাম
ভারতে Vivo T1x-এর দাম শুরু হচ্ছে 11,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে 4 GB RAM + 64 GB স্টোরেজ থাকবে। এছাড়াও 4 GB RAM + 128 GB স্টোরেজে এই ফোন কিনতে 12,999 টাকা খরচ হবে। 6 GB RAM + 128 GB স্টোরেজে এই ফোন কিনতে 14,999 টাকা খরচ করতে হবে। কালো ও নীল রঙে এই ফোন কেনা যাবে। Flipkart থেকে 27 জুলাই শুরু হচ্ছে বিক্রি।

আরও পড়ুন: একই দামে ‘দ্বিগুণ’ ডেটা! Jio -কে টেক্কা দিতে একগুচ্ছ দুর্দান্ত প্ল্যান BSNL -এর

Vivo T1x: স্পেসিফিকেশন
ডুয়াল সিম Vivo T1x-এ Android 12 অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির Funtouch OS 12 স্কিন। এই ফোনে 6.58 ইঞ্চি FHD+ LCD ডিসপ্লে দিয়েছে Vivo। এই ডিসপ্লেতে 90 Hz রিফ্রেশ রেট থাকছে। ফোনের ভিতরে থাকছে 6nm Snapdragon 680 চিপসেট। সঙ্গে রয়েছে Adreno 650 GPU। সর্বোচ্চ 6 GB LPDDR4x RAM সহ এই ফোন কেনা যাবে। তবে ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করে এই ফোনের মেমোরি 8 GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। দুর্দান্ত গেমিংয়ের জন্য এই ফোনে 4 স্তরের কুলিং সিস্টেম ব্যবহার করেছে Vivo।

Vivo T1x-এর পিছনে থাকছে 50 MP প্রাইমারি ক্যামেরা। সঙ্গে রয়েছে 2 MP সেকেন্ডারি ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য থাকছে 8 MP সেন্সর। এই ফোনের ক্যামেরায়HDR, মাল্টিলেয়ার পোট্রেট, স্লো মোশন, প্যানরমা, লাইভ ফটো ও সুপার নাইট মোড সাপোর্ট থাকছে।

128 GB পর্যন্ত UFS 2.2 স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। microSD কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ 1 TB পর্যন্ত বাড়ানো যাবে। Vivo T1x-এর ভিতরে রয়েছে 5,000 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 18 W ফাস্ট চার্জ সাপোর্ট।

আরও পড়ুন: Supermoon 2022: বুধবার সন্ধ্যায় আকাশে উঠবে ‘বাক মুন’, অদ্ভুত এই নামের কারণ জানুন

Exit mobile version