Site icon The News Nest

Solar Eclipse 2020: সূর্যগ্রহণের সময় কোন দিকে ভুলেও নজর নয়? গাইডলাইন প্রকাশ করল কেন্দ্র

solar eclipse 2020 when where to see ring of fire eclipse

The News Nest: ভারতের ছ’টি জায়গা থেকে বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা গেলেও পশ্চিমবঙ্গের মানুষ সেই সুযোগ পাবেন না। রাজ্যবাসীকে আংশিক সূর্যগ্রহণেই সন্তুষ্ট থাকতে হবে। তবে কলকাতায় সূর্যের ৬৫ শতাংশ এবং দার্জিলিঙে ৭০ শতাংশ সূর্য ঢেকে যাবে।

সূর্যগ্রহণ দেখার আগে জনসাধারণের জন্য নয়া গাইডলাইন জারি করল কেন্দ্র।কীভাবে সূর্যগ্রহণ দেখবেন, কোন বিষয়গুলি এড়িয়ে চলবেন ইত্যাদি ব্যাপারে সম্পূর্ণ ধারণা দিতে কেন্দ্রের তরফে নাগরিকদের জন্য গাইডলাইন প্রকাশ করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)। কী রয়েছে নিয়মাবলিতে? তা জানার আগে জেনে নেওয়া যাক রবিবার কোথা থেকে কখন গ্রহণ দেখা যাবে।

আরও পড়ুন: সম্পর্ক ভালো ছিল না, সুশান্তের শেষযাত্রায় চায়নি পরিবারের কেউ, পুলিশি জেরায় জানালেন রিয়া

কী করবেন?

সূর্যকে নিরীক্ষণ করার বিশেষ গগলস বা সানগ্লাস পাওয়া যায়। সূর্যগ্রহণ দেখার সময় সেটি অবশ্যই যেন চোখে থাকে।
সূর্যগ্রহণের সময় আশপাশের ঝোপে কিংবা গাছের ছায়ার দিকে নজর রাখুন। গ্রহণের নানা আকার মাটির উপর পড়া সেই ছায়ায় খুঁজে পাবেন।
খালি চোখে গ্রহণ দেখার ক্ষেত্রে চোখের সামনে ধরুন ওয়েল্ডার গ্লাস #13 অথবা #14।

কী করবেন না?

ভুল করেও খালি চোখে সূর্যের দিকে তাকাবেন না। এতে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে। এমনকী দৃষ্টিশক্তিও হারাতে পারেন।
সাধারণ সানগ্লাস কিংবা গগলস পরে গ্রহণ দেখার চেষ্টাও করবেন না।
এক্স-রে প্লেট অথবা হ্যারিকেনের কালিমাখা কাচের মধ্যে দিয়ে সূর্যগ্রহণ না দেখারই পরামর্শ দিচ্ছে PIB।
জলের মধ্যেও সূর্যগ্রহণের প্রতিবিম্ব দেখবেন না।

বলয়গ্রাস সূর্যগ্রহণে একটু একটু করে সূর্যকে ঢেকে দেবে চাঁদ। তবে পুরো অন্ধকার না হয়ে তৈরি হবে আগুনের আংটি বা রিং অফ ফায়ার। আংশিক গ্রহণ শুরু হবে সকাল ৯টা ১৫ নাগাদ। শেষ হবে বেলা ৩.০৪ মিনিটে। ৯টা ৫৮ মিনিটে দেশে প্রথম গ্রহণ দেখা যাবে ভুজ থেকে। গুজরাটের পাশাপাশি রাজস্থান, হরিয়ানা, উত্তরাখণ্ডের কিছু অংশ থেকে তা দৃশ্যমান হবে। এটি স্পষ্ট দেখা যাবে আফ্রিকার কিছু অংশেও। তবে বাংলা থেকে পুরোপুরি সূর্যগ্রহণ কোনওভাবেই দেখা যাবে না। আবার আকাশে মেঘ থাকলে সূর্যগ্রহণ দেখার সম্ভাবনা আরও কমবে। কলকাতায় সকাল ১০.৪৬ নাগাদ দেখা যেতে পারে গ্রহণ।

আরও পড়ুন: পুরুষ অভিনেতারা কী শুয়েই কাজ জোগাড় করেন? নাম না করে শ্রীলেখাকে বিঁধলেন স্বস্তিকা

Exit mobile version