পুরুষ অভিনেতারা কী শুয়েই কাজ জোগাড় করেন? নাম না করে শ্রীলেখাকে বিঁধলেন স্বস্তিকা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: দিন দুই আগে এই নিয়ে অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) একটি ভিডিও পোস্ট করেন তাঁর ইউটিউব চ্যানেলে। সেখানে তিনি অভিযোগ তোলেন টলিউডেও স্বজনপোষণ রয়েছে। এখানেও শিল্পীর কাজ পাওয়া বা না পাওয়া নির্ভর করে সম্পূর্ণ ব্যক্তিগত সম্পর্কের উপর। এই নিয়েই শ্রীলেখাকে নাম না করে পালটা দিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)।

সোশ্যালে স্বস্তিকার যুক্তি, ‘‘যখন কোনও অভিনেত্রী কোনও পরিচালককের সঙ্গে এক বা একের বেশি ছবি করে তখন বলা হয়, সে শুয়ে বা প্রেম করে কাজটা পেয়েছে। বেশ। তা, আমি এক পরিচালকের সঙ্গে তাঁর জীবনের ১৭টা ছবির মধ্যে আড়াইখানা ছবি করেছি (২টি মুখ্য চরিত্র, একটি অতিথি শিল্পী)। কিন্তু যেহেতু এই পরিচালকের সঙ্গে সৌমিক হালদার ১১টা, অনুপম রায় ৯টা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৭টা, যিশু সেনগুপ্ত ৭টা, অনির্বাণ ভট্টাচার্য ৬টা এবং পরমব্রত চট্টোপাধ্যায় ৬টা কাজ করেছেন, তাঁরা নিশ্চয়ই আরও বেশি করে শুয়ে আর প্রেম করে কাজগুলো পেয়েছেন? এনারা তা হলে সবাই উভকামী ও সুযোগসন্ধানী? যুক্তি তো সবার ক্ষেত্রেই এক হওয়া উচিত, তাই না? নাকি নিজের খামতি ঢাকতে স্লাট শেমিং শুধু আমাদের মতো ‘কুযোগ্য’ অভিনেত্রীদের করা হবে যারা একেবারেই অভিনয়টা পারে না?’’

আরও পড়ুন: নেগেটিভ ভাবনার লোকজন চাই না, লিখে টুইটার ছাড়লেন সোনাক্ষী সিনহা

দেখুন স্বস্তিকার পোস্ট 

https://www.facebook.com/permalink.php?story_fbid=10220889734620393&id=1450715955

যদিও নিজের পোস্টে স্বস্তিকা কোনও নির্দিষ্ট পরিচালকের নাম করেননি। তবে তাঁর দেওয়া তথ্য থেকে অনুমান করা যায় তিনি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের কথাই বলতে চেয়েছেন। আর শ্রীলেখা মিত্রও সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে স্বস্তিকার কাজ করা প্রসঙ্গে তাঁদের প্রেমের কথা বলেছিলেন। কিন্তু শ্রীলেখা কি স্বস্তিকার এই পোস্ট পড়েছেন? প্রত্যুত্তরে কী বলতে চান তিনি?এই প্রশ্নে আনন্দবাজার ডিজিটালকে অভিনেত্রী জানিয়েছেন: ‘‘আমি এই পোস্ট দেখিনি। শুধু এটা নয়, আমার লেখার প্রেক্ষিতে অন্য কারও পোস্ট দেখার প্রয়োজনও বোধ করি না। ফলে, এই নিয়ে আর একটি শব্দও খরচ করব না। যা বলার বলে দিয়েছি। সবার সব কথার উত্তর দিলে তাঁকে বড্ড বেশি প্রাধান্য দেওয়া হয়।’’

প্রসঙ্গত, স্বজনপোষণ নিয়ে শ্রীলেখা মিত্র যে অভিযোগ এনেছেন, তাতে তিনি মূলত কাঠগড়ায় দাঁড় করিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তকে। তাঁরা অবশ্য এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। 

আরও পড়ুন: সুশান্তের বান্দ্রার আগের ফ্ল্যাট ছিল ভূতুড়ে, পুলিশের কাছে দাবি রিয়ার

Gmail 4

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest