Site icon The News Nest

শীতে আর্দ্র রাখবে ঘি! জেনে নিন কী ভাবে ব্যবহার করবেন ত্বকে?

ghee

রূপচর্চার ক্ষেত্রে আজকাল খুব জরুরি উপাদান হয়ে উঠেছে ঘি। আজ বলে নয়, বহুদিন ধরেই ঘিয়ের নানা উপকারিতার কথা বলা হয়েছে আয়ুর্বেদে। প্রতিদিনের ডায়েটে পরিমিত ঘিয়ের ব্যবহার স্বাস্থ্যকর তো বটেই, বিশেষ করে ত্বক আর চুলের যত্নে তা পরিহার্য! আপনার ত্বক তেলতেলে, শুষ্ক, স্বাভাবিক যাই হোক না কেন, তার আর্দ্রতা রক্ষায় নিশ্চিন্তে কাজে লাগাতে পারেন ঘি।

শুধু ত্বকের ময়শ্চার লেভেল বজায় রাখাই নয়, প্রাকৃতিক অ্যান্টি-এজিং উপাদান হিসেবেও ঘিয়ের খুবই সুনাম রয়েছে। মুখে সূক্ষ্ম রেখা পড়ছে? উঁকি দিচ্ছে স্মাইল লাইন? অকালে মুখে বলিরেখা বা সূক্ষ্ম রেখা পড়তে শুরু করলে দেরি না করে ঘি মাখতে শুরু করুন। ত্বকের পেলবতা ফিরে আসবে দ্রুত।

এখানে জানুন শীতকালে ত্বককে উজ্জ্বল রাখার জন্য কী করবেন।

আরও পড়ুন: আপনার মেকআপ ব্রাশেও থাকতে পারে ক্ষতিকারক জীবাণু! জেনে নিন স্যানিটাইজ করার পদ্ধতি…

আরও পড়ুন: আকর্ষণীয় ঠোঁট পেতে চান? ট্রাই করুন সহজ কিছু পদ্ধতি…

Exit mobile version