Site icon The News Nest

DC vs RCB: বাংলার শাহবাজের সৌজন্যে হেরেও প্লে অফে ব্যাঙ্গালোর

sahbaj

বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে চমকে দেওয়া আত্মপ্রকাশ। সেই পারফর্ম্যান্সের সুবাদেই আইপিএলে বিরাট কোহলির আরসিবি দলে ঢুকে পড়া শাহবাজ আহমেদের। মূলত বাঁ-হাতি স্পিনার। তবে ব্যাটের হাতও মন্দ নয়।

অল-রাউন্ডার হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্কোয়াডে ঢুকে পড়া শাহবাজের সফল হওয়ার বিস্তর সম্ভাবনা রয়েছে বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন বিশেষজ্ঞরা। তেমন একটা সুযোগ না মেলায় নিজেকে প্রমাণ করতে পারছিলেন না শাহবাজ। অবশেষে দিল্লির বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচে টিম ম্যানেজমেন্ট আস্থা রাখেন বাংলার তরুণ তুর্কির উপর। আস্থার যথাযথ মর্যাদা দিয়ে নিজের জাত চেনালেন আহমেদ।

আরও পড়ুন: বিদায়! সব ধরণের ক্রিকেট থেকে অবসর ঘোষণা শেন ওয়াটসনের

দিল্লি ম্যাচের আগে আরসিবির জার্সিতে একবারই মাঠে নামার সুয়োগ পেয়েছিলেন শাহবাজ। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সেই ম্যাচে ২ ওভারে ১৮ রান খরচ করেও কোনও উইকেট তুলতে পারেননি তিনি। এদিন দিল্লির বিরুদ্ধে আরসিবির হয়ে অত্যন্ত কৃপণ বোলিং করেন শাহবাজ। ৪ ওভারে খরচ করেন মাত্র ২৬ রান। পাশাপাশি তুলে নেন শিখর ধাওয়ান ও শ্রেয়স আইয়ারের মূল্যবান দু’টি উইকেট। দলের হয়ে সেরা বোলিং করেন তিনিই। তাঁর নেওয়া দুই উইকেটের সৌজন্যে মাত্র ৬ বল বাকি থাকতে ম্যাচ হারতে হয় ব্যাঙ্গালোরকে। আরও বড় ব্যবধানে হারলে অনিশ্চিত হতে পারত প্লে অফের সুযোগ।

২০১৮ সালে বাংলার হয়ে প্রথম খেলতে নামেন শাহবাজ। জম্মু কাশ্মীরের বিরুদ্ধে সেই ম্যাচে একটি উইকেটও পান তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে এখনও অবধি ১৩টি ম্যাচ খেলেছেন এই বাঁহাতি স্পিনার। নিয়েছেন ৩৭টি উইকেট। ব্যাট হাতেও বেশ কার্যকরী তিনি। লিস্ট এ ক্রিকেটে রয়েছে শতরানও। ব্যাট হাতে প্রথম শ্রেণির ক্রিকেটে করেছেন ৫৫৯ রান, গড় ৩২.৮৮। দ্বিতীয় সুযোগেই যেরকম ছাপ রাখলেন শাহবাজ, তাতে এলিমিনেটরে তাঁকে দল থেকে ছেঁটে ফেলা মুশকিল হবে আরসিবির পক্ষে।

চলতি আইপিএলে বাংলার দুই অভজ্ঞ তারকা মহম্মদ শামি ও ঋদ্ধিমান সাহা রং ছড়িয়েছেন ইতিমধ্যেই। এবার আইপিএলে চমকপ্রদ উত্থান ঘটন বাংলার আরও এক তারকার।

আরও পড়ুন: কোনটা ফুটবল আর কোনটা টাক? মাথায় উঠলো দর্শকদের খেলা দেখা, দেখুন ভিডিও

 

Exit mobile version