Site icon The News Nest

CWG 2022: স্বপ্নপূরণ সিন্ধুর, প্রথমবার কমনওয়েলথ গেমস সিঙ্গলসে জিতলেন সোনা

sindhu

প্রথমবার সিঙ্গলসে কমনওয়েলথ গোল্ড জয় করলেন পিভি সিন্ধু। স্ট্রেট গেমে উড়িয়ে দিলেন কানাডার মিশেল লি-কে। স্কোরলাইন ২১-১৫, ২১-১৩।

এদিন শুরু থেকেই অ্যাটাকিং মুডে ছিলেন পিভি সিন্ধু। পায়ে চোট তাই লম্বা শট খেলার দিকে ঝুঁকতে চাননি সিন্ধু। নেটের সামনে খেলে দ্রুত পয়েন্ট শেষ করাই ছিল সিন্ধুর টার্গেট। সেই কাজে সফল হয়েছেন  প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন তথা বিশ্বের সাত নম্বর প্লেয়ার। সোনার লড়াইয়ে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি ছিলেন না কেউই। বিশ্বের ১৩ নম্বর মিশেল ২০১৪ সালে গ্লাসগোয় আয়োজিত কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন। যদিও তাঁর সংগ্রহে সিন্ধুর মতো অলিম্পিক্স পদক নেই।

আরও পড়ুন: CWG 2022: ‘নিশ্চিত’ পদক হাতছাড়া, চোটের জন্য কমনওয়েলথ গেমস থেকে ছিটকে গেলেন নীরজ চোপড়া

ফাইনালে খাতায় কলমে এগিয়ে থেকেই শুরু করেছিলেন সিন্ধু। যদিও তাঁকে কড়া চ্যালেঞ্জের মোকাবিলা করতে হল। দু’জনের মধ্যে একাধিক লম্বা র‌্যালি হল। কখনও জিতলেন সিন্ধু। কখনও মিশেল। সিন্ধু প্রথম গেম জেতেন ২১-১৫ পয়েন্টে যার মধ্যে একটি সময় তিনি লাগাতার পাঁচ পয়েন্ট জিতেছিলেন।

দ্বিতীয় গেমে শুরু থেকেই এগিয়ে ছিলেন পিভি সিন্ধু। মিড গেমে ১১-৬ এগিয়ে ছিলেন তিনি, কার্যত কোনও ঘাম না ঝরিয়ে। তারপর যদিও ধীরে ধীরে খেলায় ফেরেন মিশেল। বেশ কিছু লম্বা রালিতে সিন্ধুকে হারাতে পারেন সদাহাস্য মিশেল। কিন্তু নিজের আনফর্সড এররের ওপর নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি। ফলে সর্বদাই পয়েন্টের বিচারে এগিয়ে থাকেন পিভি সিন্ধু। শেষপর্যন্ত ২১-১৩ পয়েন্টে  দ্বিতীয় গেম তথা ম্যাচ জেতেন তিনি।

প্রথমবারের জন্য সিঙ্গলসে সোনা জিতলেন তিনি। এর আগে এসেছে ব্রোঞ্জ ও রুপো। এবার সেই শূন্যস্থান পূর্ণ হল।

আরও পড়ুন: CWG 2022: নীরজের রেকর্ড ভেঙে ৯০ মিটারের গণ্ডি পার, জ্যাভিলিনে সোনা জয় পাকিস্তানের নাদিমের

Exit mobile version