Site icon The News Nest

যেখানে বাঘের ভয়…আইপিএলের নতুন স্পনসর Dream 11-এও চীনা যোগ, শুরু বিতর্ক

Dream 11 NEW

চিনা পণ্য বয়কটের জেরে আইপিএলের টাইটেল স্পনসর থেকে ভিভো সরে যাওয়ার দু’ সপ্তাহের মধ্যেই নতুন টাইটেল স্পনসর খুঁজে নিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। মঙ্গলবার বিসিসিআই জানিয়ে দিল ড্রিম ইলেভেন এ বারের আইপিএলের টাইটেল স্পনসর। তিন বছরের জন্য বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হল সংস্থাটি। চুক্তির শর্ত অনুযায়ী, ২২২ কোটি টাকা বিসিসিআই-কে দেবে সংস্থাটি।

আপাতত ৩১ ডিসেম্বর অবধি চুক্তি করা হয়েছে এই গেমিং অ্যাপ সংস্থার সঙ্গে। বিসিসিআইয়ের সঙ্গে ২২২ কোটি টাকার চুক্তি হয়েছে বোর্ডের। বোর্ডের এই চুক্তি থেকে পরিষ্কার শুধুমাত্র এই বছরের জন্যই এই চুক্তি করেছে বোর্ড। আগামী বছর ফের ভিভোকেই ফিরিয়ে আনার চিন্তা ভাবনা রয়েছে বোর্ডের, এমনটাই জানা গিয়েছে।

আরও পড়ুন: রোহিত শর্মা ও আরও তিন সোনাজয়ী অ্যাথলিট মনোনীত হলেন রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য

Dream 11 নামের এই ফ্যান্টাসি গেমিং অ্যাপটি ২০০৮ সালে তৈরি করেন ভবিত শেঠ এবং হর্ষ জৈন। এই মুহূর্তে দেশের সফলতম ফ্যান্টাসি গেমিং অ্যাপ এই ড্রিম ইলেভেন। ইতিমধ্যেই কমবেশি ৮ কোটি মানুষ এই অ্যাপটি ব্যবহার করেন। এক সর্বভারতীয় সংবাদমাদ্যমের দাবি অনুযায়ী, ২০১৮ সালে চিনের গেমিং সংস্থা টেনসেন্ট (Tencent) এই সংস্থাটিতে ১০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে। তাৎপর্যপূর্ণভাবে সেবছরই ড্রিম ইলেভেনের বার্ষিক আয় একধাক্কায় বেড়ে যায় প্রায় ৩ গুণ। সেবছরই টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং আইসিসির (ICC) সঙ্গে চুক্তি করে সংস্থাটি। বিগ ব্যাশ, প্রো-কাবাডি, এবং আন্তর্জাতিক হকি ফেডারেশনের সঙ্গেও সেবছরই চুক্তি হয়। এবার, ২২২ কোটি টাকার বিনিময়ে এই অনলাইন গেমিং সংস্থাটি আইপিএলের মতো মেগা টুর্নামেন্টের টাইটেল স্পনসর হয়ে গেল।

অর্থাৎ ভিভোর বদলে নতুন যে স্পনসর এল, তাদেরও যোগাযোগ সেই চিনা সংস্থার সঙ্গেই। যা কিনা নতুন করে অস্বস্তিতে ফেলবে ভারতীয় বোর্ডকে।

আরও পড়ুন: লজ্জার হারের জেরে বরখাস্ত বার্সার কোচ, ছাঁটাইয়ের পথে প্রায় সব ফুটবলারই

Exit mobile version