Site icon The News Nest

Ind vs Eng: শামি – সিরাজ কাঁটায় বিদ্ধ ইংলিশ টপ অর্ডার, টেস্টের দ্বিতীয় দিন স্বস্তিতে ভারত

shami

একেই বলে টিম গেম। ব্যাট হাতে গোটা ক্রিকেট বিশ্বকে লক্ষ্মীবারে মুগ্ধ করেছিলেন কেএল রাহুল (KL Rahul)। এবার বল হাতে তুলে নিয়ে ভারতকে অক্সিজেন জোগালেন মহম্মদ সিরাজ (Md Siraj)। তাঁর দুর্দান্ত স্পেলের সৌজন্যেই দ্বিতীয় দিনের শেষে স্বস্তিজনক জায়গায় টিম ইন্ডিয়া।ভারতের থেকে আপাতত ২৪৫ রানে পিছিয়ে জো রুটরা।

৩ উইকেটে ২৭৬ নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত৷ কিন্তু অপরাজিত দুই ব্যাটসম্যান কে এল রাহুল এবং অজিঙ্কা রাহানে দ্রুত ফিরে যাওয়ায় চাপে পড়ে যায় ভারতের লোয়ার মিডল অর্ডার৷ ১২৯ রান করে ফেরেন রাহুল৷ আগের দিনের সঙ্গে কোনও রান যোগ না করেই ফিরে যান রাহানে৷ তাঁর খারাপ সময় অব্যাহত৷ এর পর ঋষভ পন্থের ৩৭ এবং রবীন্দ্র জাদেজার ৪০ রানের সৌজন্যে ৩৬৪-তে পৌঁছয় ভারত৷

আরও পড়ুন: World Ranking: সোনা জয়ের সুবাদে বিশ্বব়্যাঙ্কিংয়ে বিশাল লাফ দিলেন নীরজ চোপড়া

জবাবে ইংল্যান্ড ব্যাট করতে নামলে শুরুতেই জোরাল ধাক্কা দেন মহম্মদ সিরাজ৷ পর পর দু’টি দুরন্ত ডেলিভারিতে ডম সিবলি এবং হাসিব হামিদকে ফিরিয়ে দেন তিনি৷ ২৩ রানে দু’ উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে যায় ইংল্যান্ড৷ সেখান থেকে অবশ্য বার্নসের সঙ্গে জুটি বেঁধে পাল্টা লড়াই শুরু করেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট৷

যদিও ব্যক্তিগত ৪৯ রানের মাথায় বার্নসকে ফিরিয়ে দিয়ে দ্বিতীয় দিনের খেলার শেষ লগ্নে ভারতকে ম্যাচে ফেরান মহম্মদ শামি৷ দিনের শেষে রুট অপরাজিত রয়েছেন ৪৮ রানে৷ তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন জনি বেয়ারস্টো৷ তৃতীয় দিনে বুমরাহ, শামি, সিরাজরা দ্রুত ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ করে দিতে পারলে আরও সুবিধাজনক জায়গায় পৌঁছে যাবে ভারত৷ কিন্তু তার জন্য তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার পর ইংল্যান্ড অধিনায়কের উইকেটটি চাই কোহলিদের৷

আরও পড়ুন: Unmukt Chand: মাত্র ২৮ বছর বয়সে অবসর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়কের

Exit mobile version