Site icon The News Nest

মোহনবাগানের লোগো বিকৃতির চেষ্টা, পুলিশের দ্বারস্থ ক্লাব

Mohun

কলকাতা: মোহনবাগানের ঐতিহ্যবাহী লোগো কিংবা জার্সির রং বদলের চেষ্টা হচ্ছে। শতাব্দীপ্রাচীন ক্লাবের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে একদল মানুষ। সবটাই অবশ্য হচ্ছে উইকিপিডিয়ায়। এই অসাধু কাণ্ডকারখানা বন্ধ করতে এবার কড়া হচ্ছে ক্লাব।

যে বা যাঁরা এই ঘটনা ঘটাচ্ছেন তাঁদের বিরুদ্ধে যাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়, তার জন্য কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেলের দ্বারস্থ হয়েছেন সবুজ-মেরুন কর্তারা।

আরও পড়ুন: ‘টপলেস’ শামি-হাসিন! তবে কি দুজনে এবার একসঙ্গে?

অভিযোগ এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার মোহনবাগানের উইকিপিডিয়া পেজে গিয়ে নানা ধরনের বদল করার চেষ্টা হয়েছে। কখনও পালটে দেওয়া হয়েছে কোচের নাম, তো কখন বদলে গিয়েছে কোনও কর্মকর্তার পরিচয়।

কে বা কারা এই কাণ্ড করছেন তা জানতে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেলের দ্বারস্থ এপারের ক্লাব। তারা চায়, দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক।

১৩০ বছর ধরে ক্লাবের ঐতিহ্য বয়ে নিয়ে চলেছে এই লোগো। কেবল কর্মকর্তা নয়। এ বাংলার বহু মানুষের আবেগ এই লোগো। তাদের চেতনায় মোহন বাগান। তাদের ভাবাবেগে এইবাগে আঘাত হানার কারও কোনও অধিকার নেই। হাত গুটিয়ে বসে থেকে লোগো বিকৃতির ঘটনা মেনে নেবে না ক্লাব।

আরও পড়ুন: বাবা হচ্ছেন হার্দিক পান্ডিয়া! স্ত্রী-র বেবি বাম্পের ছবি পোস্ট করলেন নিজেই

Exit mobile version