Site icon The News Nest

ICC Awards: বর্ষসেরা পুরস্কারে পাক ক্রিকেটারদের রমরমা, রিজওয়ানের পর এবার ফতিমার হাতে উঠল ব্যক্তিগত খেতাব

pak cri

আইসিসির বর্ষসেরা পুরস্কারে এবছর পাক ক্রিকেটারদের রমরমা। বর্ষসেরা ওয়ান ডে ও টি-২০ দলের ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন বাবর আজম। ছেলেদের বিভাগে তিন ফর্ম্যাটেই আইসিসির বর্ষসেরা দলে রয়েছেন একাধিক পাক ক্রিকেটার। মেয়েদের বিভাগে বর্ষসেরা ওয়ান ডে দলে জায়গা করে নিয়েছেন ফতিমা সানা।

আইসিসি টি২০ বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) । ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ২০২১ সালে দুর্দান্ত পারফর্ম করেছিলেন পাকিস্তানি এই ক্রিকেটার। গত বছরে ব্যাট হাতে দারুন খেলার পাশাপাশি বেশ কিছু দারুন মুহুর্ত উপহার দিয়েছেন রিজওয়ান। গত মরশুমে ২৯ টি টি২০ ম্যাচ খেলেছেন তিনি। রান করেছেন ১৩২৬। গড় ৭৩.৬৬। উইকেটরক্ষক হিসেবেও তাঁর রেকর্ড ঈর্ষণীয়। গত বছরেই ২৪ বার ব্যাটারদের আউট করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা নিয়েছিলেন তিনি।

রিজওয়ান নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম এবং একমাত্র শতরান করেন গত বছর ফেব্রুয়ারিতে লাহোরে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করাচিতে বছরের শেষ টি-টোয়েন্টি ম্যাচ ৮৭ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। ভারতের বিরুদ্ধে প্রথমবার বিশ্বকাপের মঞ্চে দশ উইকেটে পাকিস্তানের জয়ের পেছনে বিরাট ভূমিকা নিয়েছিলেন রিজওয়ান। ভারতকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করে পাকিস্তান। সেই ম্যাচে ৫৫ বলে ৭৯ রানের দারুণ ঝড়ো ইনিংস খেলেন রিজওয়ান।

আরও পড়ুন: FIFA awards: মেসিকে হারিয়ে ফিফার বর্ষসেরা বায়ার্নের স্ট্রাইকার লেয়নডস্কি, বিশেষ পুরস্কার পেলেন রোনাল্ডোও

অন্যদিকে, ২০ বছর বয়সী পাক পেসার ২০২১ সালে শুধু বল হাতে চমকে দেওয়া পারফর্ম্যান্স উপহার দেন এমনটা নয়, বরং ফতিমা ব্যাট হাতেও দলের পারফর্ম্যান্সে কার্যকরী অবদান রাখেন।। তিনি ১৬টি আন্তর্জাতিক ম্যাচে ২৩.৯৫ গড়ে ২৪টি উইকেট দখল করেন। পাশাপাশি ব্যাট হাতে ১৬.৫০ গড়ে ১৬৫ রান সংগ্রহ করেন।

আইসিসির বর্ষসেরা পুরস্কারে পাকিস্তানিদের দাপট:-
১. বর্ষসেরা ওয়ান-ডে দলের ক্যাপ্টেন বাবর আজম।
২. বর্ষসেরা টি- দলের ক্যাপ্টেন বাবর আজম।
৩. ছেলদের বর্ষসেরা ওয়ান-ডে দলে বাবর আজম ছাড়াও রয়েছেন ফখর জামান।
৪. ছেলদের বর্ষসেরা টি-২০ দলে বাবর আজম ছাড়া রয়েছেন রিজওয়ান ও শাহিন আফ্রিদি।
৫. ছেলদের বর্ষসেরা টেস্ট দলে জায়গা পেয়েছেন ফাওয়াদ আলম, হাসান আলি ও শাহিন আফ্রিদি।
৬. ছেলেদের বর্ষসেরা টি-২০ ক্রিকেটারের পুরস্কার জিতেছেন মহম্মদ রিজওয়ান।
৭. মেয়েদের বর্ষসেরা ওয়ান ডে দলে জায়গা পেয়েছেন ফতিমা সানা।
৮. মেয়েদের বর্ষসেরা উঠতি ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ফতিমা সানা।

আরও পড়ুন: India vs South Africa 2021-22: টেস্টের পর এক দিনের সিরিজেও হার ভারতের, এক ম্যাচ বাকি থাকতে জয়ী প্রোটিয়ারা

Exit mobile version