Site icon The News Nest

IND vs ENG: পন্টিংকে টপকে নটিংহ্যামে বিশ্বরেকর্ড গড়ার হাতছানি বিরাট কোহলির সামনে

virat kohli rickey ponting

বুধবার থেকে নটিংহ্যামে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত পাঁচ ম্যাচের দীর্ঘ সিরিজে বেশ কিছু রেকর্ড ভাঙা-গড়া হবে সন্দেহ নেই। তবে নটিংহ্যামে সিরিজের প্রথম টেস্টেই বিরাট কোহলি রিকি পন্টিংকে টপকে একটি দুরন্ত নজির গড়তে পারেন।

ট্রেন্ট ব্রিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করতে পারলে এককভাবে ক্যাপ্টেন হিসেবে সবথেক বেশি আন্তর্জাতিক শতরান করার বিশ্বরেকর্ড গড়বেন কোহলি। আপাতত পন্টিংয়ের সঙ্গে যুগ্মভাবে এই রেকর্ড নিজের দখলে রেখেছেন ভারত অধিনায়ক।

আরও পড়ুন: Tokyo 2020: সবাইকে হতবাক করে দ্রুততম মানব ইতালির জ্যাকব

কোহলি এখনও পর্যন্ত তিন ফর্ম্যাট মিলিয়ে ২০১টি আন্তর্জাতিক ম্যাচে ভারতকে নেতৃত্ব দিতে নেমে ৪১টি শতরান করেছেন। রিকি পন্টিং অস্ট্রেলিয়াকে ৩২৪টি আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দিয়ে শতরান করেছেন ৪১টি। আর একটি সেঞ্চুরি করলেই ক্যাপ্টেন হিসেবে কোহলির সেঞ্চুরির সংখ্যা দাঁড়াবে ৪২। তিনি প্রাক্তন অজি দলনায়ককে টপকে এককভাবে বিশ্বরেকর্ড নিজের দখলে নেবেন।

এই নিরিখে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ। তিনি ২৮৬টি আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দিয়ে সেঞ্চুরি করেছেন ৩৩টি। স্টিভ স্মিথ ৯৩টি ম্যাচে ক্যাপ্টেন্সি করে শতরান করেছেন ২০টি। তিনি রয়েছেন তালিকার চতুর্থ স্থানে। যুগ্মভাবে পাঁচ নম্বরে রয়েছেন মাইক্ল ক্লার্ক ও ব্রায়ান লারা। ক্লার্ক ১৩৯টি ম্যাচে ক্যাপ্টেন্সি করে ১৯টি শতরান করেছেন। লারা ১৭২টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিয়ে ১৯ বার তিন অঙ্কের রানে পৌঁছেছেন।

আরও পড়ুন: ফ্রি-স্টাইল কুস্তির ৫৭ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে উঠলেন রবি কুমার

Exit mobile version