Site icon The News Nest

T20 World Cup: ২৪ অক্টোবর মুখোমুখি ভারত-পাকিস্তান, দেখে নিন টিম ইন্ডিয়ার পূর্ণাঙ্গ সূচি

t20 world cup trophy

অপেক্ষার অবসান। চলতি বছর আয়োজিত হতে চলা টি-২০ বিশ্বকাপের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি ঘোষণা করে দিল আইসিসি। টুর্নামেন্টের প্রথম পর্ব শুরু হচ্ছে ১৭ অক্টোবর ওমান বনাম পাপুয়া নিউগিনি ম্যাচ দিয়ে। ওইদিনই স্কটল্যান্ডের বিরুদ্ধে নামছে বাংলাদেশ। বিশ্বকাপের মূল পর্ব অর্থাৎ সুপার-১২ শুরু হচ্ছে ২৩ অক্টোবর অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে। ২৪ অক্টোবর ভারত অভিযান শুরু করছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে।

ভারত সুপার টুয়েলভের গ্রুপ-২’এর চারটি ম্যাচ খেলবে দুবাইয়ে। একটি ম্যাচে তারা মাঠে নামবে আবু ধাবিতে। শারজায় কোনও লিগ ম্যাচ নেই ভারতের।

ভারতের পূর্ণাঙ্গ সূচি:

২৪ অক্টোবর ভারত বনাম পাকিস্তান দুবাইয়ে
৩১ অক্টোবর ভারত বনাম নিউজিল্যান্ড দুবাইয়ে
৩ নভেম্বর ভারত বনাম আফগানিস্তান আবু ধাবিতে
৫ নভেম্বর ভারত বনাম কোয়ালিফায়ার বি গ্রুপের প্রথম স্থানাধিকারী দুবাইয়ে
৮ নভেম্বর ভারত বনাম কোয়ালিফায়ার এ গ্রুপের দ্বিতীয় স্থানাধিকারী দুবাইয়ে

তবে ফাইনালের জন্য একটা দিন রিজার্ভ রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার সব লিগ ম্যাচগুলি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। সুতরাং, ভারতীয় সময় অনুয়ায়ী ম্যাচগুলি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

আরও পড়ুন: ফের অসুস্থ স্নেহাশিস গাঙ্গুলি, উদ্বিগ্ন সৌরভ লন্ডন থেকে নিচ্ছেন খোঁজ

বিশ্বকাপের গ্রুপ বিভাগ:-
গ্রুপ-এ: শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নমিবিয়া।
গ্রুপ-বি: বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, ওমান।
গ্রুপ-১: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, গ্রুপ-এ’র চ্যাম্পিয়ন, গ্রুপ-বি’র রানার্স।
গ্রুপ-২: ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, গ্রুপ-এ’র রানার্স, গ্রুপ-বি’র চ্যাম্পিয়ন।

আরও পড়ুন: IND vs ENG : সিরাজ ঝড়ে উড়ে গেল ইংল্যান্ড, দ্বিতীয় টেস্টে অনবদ্য জয় ভারতের

 

Exit mobile version