The News Nest

IPL 2020: প্রথম ম্যাচেই ধোনি-রোহিত ডুয়েল, জেনে নিন সম্পূর্ণ সূচি

অবশেষে বিসিসিআইয়ের তরফে ঘোষণা করা হল ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ক্রীড়াসূচি।

১৯ সেপ্টেম্বর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে, এটা আগেই জানা ছিল। এতদিনে জানা গেল আইপিএল ২০২০-র উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে আবু ধাবিতে।

নাইট রাইডার্স ২০ সেপ্টেম্বর তাদের প্রথম ম্যাচ খেলবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। লিগে তাদের শেষ ম্যাচ খেলা হবে ১ নভেম্বর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে।

আরও পড়ুন: ছাড়পত্র দিল না বাংলাদেশ বোর্ড, কেকেআরের অফার থাকলেও খেলা হল না মুস্তাফিজুরের

ipl 1

পূর্ণাঙ্গ সূচি প্রকাশের করতে বিসিসিআই কর্তারা প্রথমেই সমস্যায় পড়েছিলেন সংযুক্ত আরব আমিরশাহির বিভিন্ন জায়গায় বিভিন্ন কোয়ারেন্টাইনের নিয়ম ঘিরে। দুবাইয়ে যেখানে ছয়দিনের হোম কোয়ারেন্টাইন। আবুধাবিতে আবার সেই কোয়ারেন্টাইনের নিয়ম ১৪ দিন। ফলে কেকেআর এবং মুম্বইয়ের অনুশীলন শুরু করতে সমস্যা হয়। তবে দুবাইয়ের থাকা বোর্ড কর্তারা দফায় দফায় আলোচনা করে সেই সমস্যা মেটানো। আগস্ট মাসের শেষেই সূচি প্রকাশ করা হবে বলে ঠিক করেন কর্তারা। কিন্তু তারপরেই ২৮ অগাস্ট চেন্নাই শিবিরের করোনা থাবা বসায়। দুই ক্রিকেটার সহ ১৩ জন সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হন।

আরও পড়ুন: মদ কোম্পানির লোগো দেওয়া জার্সিতে ‘না’, বাবর আজমের আর্জি মেনে নিল ক্লাব

Exit mobile version