Site icon The News Nest

IPL 2021: প্রথম ম্যাচেই বড় জরিমানার মুখে CSK অধিনায়ক

ms dhoni ap 1

দেশে ফিরেও আইপিএলে চেন্নাই সুপার কিংসের শুরুটা হল খারাপ ভাবেই। প্রথম ম্যাচেই দিল্লি ক্যাপিটালসের কাছে ৭ উইকেটে হেরে গেল তারা। শুধু তাই নয়, ধীর গতিতে বল করার জন্য ১২ লক্ষ টাকা জরিমানা হল মহেন্দ্র সিং ধোনির।

এ বার নির্দিষ্ট সময়ে ওভার শেষ করার নতুন নিয়ম জারি হয়েছে। সেই নিয়ম না মানলেই শাস্তির মুখে পড়তে হচ্ছে। বোলিং করতে গিয়ে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়াতেই ব্যবস্থা নিয়েছেন আয়োজকরা। তবে এটা প্রথম অপরাধ হওয়ায় শুধুমাত্র জরিমানা করা হয়েছে। পরে ফের এই অপরাধ হলে নির্বাসনও হতে পারে।

আইপিএলের নিয়ম অনুযায়ী, প্রতি ঘণ্টায় অন্তত ১৪.১ ওভার বোলিং করতে হবে। এই সময় নির্ধারিত হয় স্ট্র্যাটেজিক টাইম-আউট বাদ দিয়েই। বোর্ড একটি ইনিংস শেষ করতে চায় ৯০ মিনিটে। তবে শনিবার সেই নিয়ম লঙ্ঘন করেছে সিএসকে। জরিমানা ছাড়াও দল কী ভাবে ঘুরে দাঁড়াতে পারে, সেটা নিয়েও ভাবতে হচ্ছে ধোনিকে।

আরও পড়ুন: IPL 2021: মইন আলির ইচ্ছাকে সম্মান, জার্সি থেকে সরিয়ে নেওয়া হচ্ছে মদের বিজ্ঞাপন

গত বছর চেন্নাই খারাপ ফল করেছিল। আইপিএলের ইতিহাসে প্রথম বার তারা প্লে অফে উঠতে পারেনি। ৭ নম্বরে শেষ করেছিল। এ বার তাই প্রত্যেকে আশা করেছিল, প্রথম ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াবে চেন্নাই। কিন্তু কোথায় কী! প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ে তারা।

টসে জিতে দিল্লির অধিনায়ক ঋষভ পন্ত প্রথমে ব্যাট করতে পাঠায় চেন্নাইকে। ধোনির দল ১৮৮ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৮ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে ১৯০ রান তুলে নেয় দিল্লি। শিখর ধাওয়ান এবং পৃথ্বী শ’র ওপেনিং জুটি চেন্নাই ভাঙতে ব্যর্থ হয়। যার খেসারত ম্যাচ হেরে দিতে হয় তাদের।

আরও পড়ুন: CSK vs DC: পৃথ্বী-ধাওয়ানের দাপটে উড়ে গেল চেন্নাই

Exit mobile version