Site icon The News Nest

KKR vs RCB: কোন চ্যানেলে, কখন দেখবেন কলকাতা বনাম ব্যাঙ্গালোর ম্যাচ? জানুন মোবাইলে দেখার পদ্ধতি

kkr vs rcb

আইপিএলের (IPL) ৩১তম ম্যাচে আজ মুখোমুখি ইওন মর্গ্যানের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। পয়েন্ট টেবলের তিন নম্বরে রয়েছে বিরাটের আরসিবি। সাত নম্বরে রয়েছে মর্গ্যানের কলকাতা। দুটি দলই এখনও পর্যন্ত ৭টি করে ম্যাচে খেলেছে। এ বারের আইপিএলে ৫টি ম্যাচে জিতেছে এবিডিরা। দুটিতে হেরেছে। কিন্তু বেশ ভালো ফর্মেই রয়েছে আরসিবি। অন্যদিকে নাইটরা এক্কেবারে ফর্মে নেই। এখনও পর্যন্ত ৭টি ম্যাচের মাত্র ২টিতে জিতেছে কেকেআর। আজকের ম্যাচে ২ পয়েন্ট পকেটে পুরবে কে মর্গ্যান না বিরাট নজর থাকবে সেদিকেই।

আপাতত দেখে নেওয়া যাক কেকেআর বনাম আরসিবি ম্যাচ কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার।

কবে অনুষ্ঠিত হবে আইপিএল ২০২১-এর ৩১তম ম্যাচ: ২০ সেপ্টেম্বর, ২০২১ (সোমবার)।

কোথায় অনুষ্ঠিত হবে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর ম্যাচ: জায়েদ ক্রিকেট স্টেডিয়াম (আবু ধাবি)।

আরও পড়ুন: IPL 2021: কম দামে মিলবে আবু ধাবির টিকিট, জেনে নিন টিকিটের মূল্য

কখন শুরু হবে ম্যাচ: ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু ম্যাচ। টস অনুষ্ঠিত হবে ৭টার সময়।

ভারতে কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার: স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে আইপিএলের ম্যাচগুলি। হিন্দি ও ইংরাজি ছাড়াও ৬টি আঞ্চলিক ভাষাতে সরাসরি সম্প্রচারিত হবে আইপিএলের খেলা।

মোবাইলে ও অনলাইনে কোথায় দেখবেন লাইভ স্ট্রিমিং: Disney+Hotstar (ভিআইপি ও প্রিমিয়াম)-এ দেখা যাবে অনলাইন স্ট্রিমিং।

আরও পড়ুন: IPL 2021: দুরন্ত ব্যাটিং ঋতুরাজের, মুম্বইকে হারিয়ে এক নম্বরে চেন্নাই

Exit mobile version