Site icon The News Nest

Tokyo 2020: হতাশ করলেন মনিকাও! অস্ট্রিয়ার বিরুদ্ধে হেরে বিদায় ভারতীয় টেবল টেনিস তারকার

Manika Batra

অপ্রতিরোধ্য মণিকা ব্রাত্রাকে (Manika Batra) থামতে হলো তৃতীয় রাউন্ডে এসে। অজি প্রতিপক্ষ সোফিয়া পলকানোভা ৪-০ হারিয়ে দিলেন দেশের স্টার প্যাডলারকে। বিশ্বের ১৭ নম্বর পলকানোভার পক্ষে ফল ১১-৮, ১১-২, ১১-৫ ও ১১-৬। সোমবার ৩০ মিনিটের কম সময়ের মধ্যে মণিকাকে ধরাশায়ী করেছেন পলকানোভা।

ম্যাচের শুরুটা অবশ্য দুর্দান্তই হয়েছিল ৷ মনিকা এবং পোলকানোভা দু’জনেই সমানভাবে লড়ছিলেন ৷ কিন্তু প্রথম সেট ১১-৮-এ পোলকানোভা জিতে যাওয়ার পরেই আর ম্যাচে ফিরতে পারেননি মনিকা ৷ দ্বিতীয় সেট মাত্র ৪ মিনিটেই জিতে যান পোলকানোভা ৷ ফল তাঁর পক্ষে ১১-২ ৷ এরপর তৃতীয় সেট ১১-৫ এবং চতুর্থ সেট ১১-৭-এ জেতেন পোলকানোভা ৷ চতুর্থ সেটে কিছুটা লড়লেও শেষরক্ষা করতে পারেননি মনিকা বাত্রা ৷ এর আগে সুতীর্থা মুখোপাধ্যায়ও এদিন দ্বিতীয় রাউন্ডের ম্যাচে পর্তুগালের ফু ইউ-এর বিরুদ্ধে হেরে বিদায় নেন ৷

আরও পড়ুন: World Cadet Championship: কুস্তিতে স্বর্ণ পদক জিতলেন Priya Malik

এবারের মতো টোকিও অলিম্পিক্সে মণিকার সিঙ্গলস অভিযানও শেষ হলো। এখন দেশবাসীর আশা শুধু মাত্র শরথ কমলের ওপর। এদিন পর্তুগালের টিয়াগো অ্যাপোলোনিয়াকে হারিয়ে তৃতীয় রাউন্ডে গিয়েছেন শরথ। দেখা যাক শরথ কী করতে পারেন তৃতীয় রাউন্ডে!

আরও পড়ুন: Tokyo Olympics: রুপোর বদলে চানুর গলায় উঠতে পারে স্বর্ণপদক, জেনে নিন কীভাবে

Exit mobile version