Site icon The News Nest

বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে অনন্য মাইলস্টোন মিতালির

Mithali Raj 768x432 1

মহিলা ক্রিকেটে সব থেকে আলোচিত নাম এখন একটাই। মিতালি রাজ (Mithali Raj)। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে দশ হাজার রানের রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে। এ বার নয়া বিশ্ব রেকর্ড গড়লেন ভারতীয় প্রমিলা ব্রিগেডের নেত্রী। একদিনের ক্রিকেটে মিতালি পূর্ণ করলেন ৭ হাজার রান।

প্রয়োজন ছিল ২৬ রান। সিরিজের চতুর্থ ম্যাচে ৪টি বাউন্ডারির সাহায্যে ৭১ বলে ৪৫ রান করেন মিতালি। ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করলেও ৭ হাজার রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন তিনি।

২১৩ ম্যাচের ১৯২ ইনিংসে ৭টি শতরান ও ৫৪টি অর্ধশতরান-সহ ৭০১৯ রান সংগ্রহ করেছেন মিতালি। যদিও মহিলা ওয়ান ডে ক্রিকেটে সবথেকে বেশি রান করার রেকর্ড আগেই নিজের দখলে রেখেছিলেন তিনি।

আরও পড়ুন: স্পিনের সামনে বেসামাল ইংল্যান্ড, চতুর্থ টেস্টেও অনায়াস জয় বিরাটদের

এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের শার্লট এটওয়ার্ডস। ১৯১ ম্যাচে ১৮০ ইনিংসে তিনি সংগ্রহ করেছেন ৫৯৯২ রান। তিন নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার বেলিন্দা ক্লার্ক। ১১৮ ম্যাচের ১১৪ ইনিংসে তাঁর সংগ্রহে রয়েছে ৪৮৪৪ রান।

আরও পড়ুন: ফের নতুন অবতারে হাজির ধোনি, আলোড়ন নেটদুনিয়ায়

Exit mobile version