Site icon The News Nest

ছ’বলে ছয় ছক্কা! ১৩ বছর আগে আজকের দিনেই ইতিহাস গড়েন যুবরাজ

yuvi

১৯ সেপ্টেম্বর। যুবরাজের দিন বললে বোধ হয় ভুল বলা হবে না। সাত বছর আগে আজকের দিনেই তো যুবরাজ সিং এই দিনে ইতিহাস লিখেছিলেন।

২০০৭ সালে ১৯ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের ম্যাচে ব্যাট হাতে ক্রিজে আগুন ঝরিয়েছিলেন যুবরাজ। ছয় ছক্কায় লিখেছিলেন অনন্য ইতিহাস। এই ম্যাচেই স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ৬টি ছক্কা মারেন যুবি। মাত্র ১২ বলে আন্তর্জাতিক টি-২০ হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। টি-২০ ক্রিকেটে এটিই দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড।

আরও পড়ুন: IPL 2020: আজ থেকে শুরু মহারণ, বিনামূল্যে দেখুন Live…

যুবরাজ শেষমেশ তাঁর ধ্বংসাত্মক ইনিংস শেষ করেন ১৬ বলে ৫৮ রানে। মোটে ১৪ মিনিট ক্রিজে ছিলেন তিনি। মারেন ৩টি চার ও ৭টি ছক্কা। ভারত ইংল্যান্ডকে ১৮ রানে পরাজিত করে সেই ম্যাচে। শেষমেশ দক্ষিণ আফ্রিকা থেকে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরে মহেন্দ্র সিং ধোনির টিম ইন্ডিয়া।

ডারবানে সেই ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ব্যাটিং করেছিল ভারতীয় দল। ওপেনিং জুটি হিসাবে শেহবাগ ৫৮ ও গম্ভীর ৬৮ রান করেছিলেন। ১৪.৪ ওভারে ভারতীয় দল মাত্র এক উইকেট হারিয়ে ১৩৬ রান তুলে ফেলেছিল। এর পর তিন জন ভারতীয় ব্যাটসম্যান আউট হলে যুবরাজ ক্রিজে আসেন। তাঁর সঙ্গে তখন নন-স্ট্রাইকার এম এস ধোনি। ক্রিজে আসার পরই ফ্লিনটফ তাঁক উত্যক্ত করেন। ঝামেলা হওয়ার পরের ওভারেই ব্রডকে ধুয়ে দেন যুবি। ছবলে টানা ছটি ছক্কা! ডারবানের গ্যালারি তখন উত্তাল। একের পর এক ছক্কা গিয়ে পড়ছে মাঠের একেক প্রান্তে। জোড়া টুইটে আইসিসি কুর্নিশ জানায় যুবরাজের এমন অনন্য কীর্তিকে।

আরও পড়ুন: IPL 2020: ক্রীড়া প্রেমীদের রাতের ঘুম ওড়াতে আসছেন অজি সঞ্চালিকা নেরোলি মেডোজ

Exit mobile version