IPL 2020: ক্রীড়া প্রেমীদের রাতের ঘুম ওড়াতে আসছেন অজি সঞ্চালিকা নেরোলি মেডোজ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আর কিছু ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত আইপিএল। টানটান ক্রিকেট যুদ্ধ দেখার অপেক্ষায় গোটা ক্রিকেট বিশ্ব। আর আইপিএল মানেই ক্রিকেটের সঙ্গে গ্ল্যামার ও বিনোদনের মিশেল। তবে এই বছর করোনার কারণে তাতে কিছুটা খামতি পড়ছে। সেই ঘাটতি কিছুটা মেটাতে আইপিএলের সঞ্চালিকার ভূমিকায় আসছেন বিশ্বখ্যাত স্পোর্টস অ্যাঙ্কার অস্ট্রেলিয়ার নেরোলি মেডোজ। মায়ান্তি ল্যাঙ্গার তো ছিলই, তার সঙ্গে নেরোলি মেডোজ যুক্ত হওয়ার আইপিএল দেখার আনন্দ ও বিনোদন অনেক গুন্ বাড়বে তা বলার অপেক্ষা রাখেনা।

নেরোলি স্পোর্টস দুনিয়ার বিখ্যাত নাম৷ গত বছর অবধি ফক্স স্পোর্টসের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন তিনি৷

https://www.instagram.com/p/BqmrhUlAOkc/

নেরোলির রূপ ও গুন দুই সমান। তার মিষ্টি হাসি ও কথার ভক্ত বিশ্বের বিভিন্ন কোণের ক্রীড়া প্রেমিরা।

https://www.instagram.com/p/BkFar8HAQNX/

ফুটবল, টেনিস ,রাগবি সব ধরণের খেলাতেই সাফল্যের সঙ্গে সঞ্চালনা করেছেন৷ এবার আইপিএলে সিলেক্ট হওয়ায় দারুণ খুশি নেরোলি৷নেরোলি এর আগে ইংল্যান্ডে আয়োজিত বিশ্বকাপেও সঞ্চালনার কাজ করেছিলেন৷তাঁর স্পোর্টস সংক্রান্ত জ্ঞান দারুণ গভীর৷ আর সেই স্কিলে তিনি যেকোনও সঞ্চালককে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন৷

https://www.instagram.com/p/Bf7BFH-htPn/

আরও পড়ুন:

আইপিএলের অভিজ্ঞতা প্রথম হলেও, নিজেকে উজার  করে দিতে ও নিজের ব্র্যান্ড ভ্যালু বজায় রাখার বিষয়ে আত্মবিশ্বাসী নেরোলি।

https://www.instagram.com/p/BpbMdXkg-xg/

সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় নেরোলি। ঘনঘন নিজের ছবি পোস্ট করে থাকেন তিনি। তাতে লাইক ও কমেন্টের বন্যা বয়ে যায়।

https://www.instagram.com/p/BpWI2faA-UD/

নিজের হট লুকস ও ফিটনেসের উপরও খুব জোর দেন নেরোলি। যা খুবই পছন্দ করেন তার ভক্ত ও অনুগামীরা।

https://www.instagram.com/p/BvWMAnihs-S/

অন্যদিকে, ক্রীড়া প্রেমিরা মায়ান্তি ল্য়াঙ্গারকে চেনে না তা হতে পারে না। ক্রিকেটার স্টুয়ার্ট বিনির স্ত্রী মায়ান্তি স্পোর্ট অ্যাঙ্কারিংয়ের জন্য খুবই বিখ্যাত। এবার আইপিএলে মায়ান্তির সঙ্গে নেরোলির যুগলবন্দি দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। একইসঙ্গে দুই সেরা অ্যাঙ্কারের মধ্যে্ যে ঠান্ডা লড়াই চলবে তাও উপভোগ করতে চান ক্রিকেট প্রেমিরা।

আরও পড়ুন:

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest