Site icon The News Nest

কান্না ভেজা চোখে ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের বিখ্যাত পেসার উমর গুল

Umar Gul

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর (Retirement) নিলেন পাকিস্তানের (Pakistan) পেস বোলার উমর গুল (Pacer Umar)। জাতীয় টি-টোয়েন্টি কাপে খেলার পর অবসর ঘোষণা করলেন ৩৬ বছর বয়সী এই ক্রিকটার। জাতীয় টি টোয়েন্টি কাপে তিনি বালুচিস্তানের হয়ে খেলেন।

শেষবেলায় গার্ড অফ অনার। সতীর্থদের অভাবনীয় সম্মান প্রদর্শনে আবেগ ধরে রাখতে পারলেন না উমর গুল। হেঁটে যাওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন গুল।

আরও পড়ুন: স্বমহিমায় ডি’ভিলিয়ার্স, উনাদকাটের ওভারের ধাক্কায় আবারও হারল রাজস্থান

২০০৭ সাল। ভারত-পাকিস্তান একদিনের ম্যাচ। ৯৭ রানে ব্যাটিং করা সচিন তেন্ডুলকরকে বোল্ড করেছিলেন তিনি। যদিও সচিনই সেই ম্যাচের সেরা হয়েছিলেন। পাকিস্তানকে ছউইকেটে হারিয়েছিল ভারত। তবুও ৯৭ রানে সচিন তেন্ডুলকরকে আউট করার সেই মুহূর্ত কেরিয়ারের শেষ দিন পর্যন্ত মনে রেখেছেন পাকিস্তানের পেসার উমর গুল। নাইন্টিস কিডস যাঁরা, তাঁদের কাছে উমর গুলকে নিয়ে প্রচুর স্মৃতি রয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচ হলেই গুলের পেস অ্যাটাক ভারতীয় সমর্থকদের ভাবিয়ে তুলত। একসময় পাকিস্তান বোলিং বিভাগের সেরা অস্ত্র হয়ে উঠেছিলেন তিনি। সেই উমর গুল এবার অবসর ঘোষণা করে ফেললেন।

পাকিস্তানের হয়ে ৪৭ টেস্ট, ১৩০ টি ওয়ানডে এবং ৬০ টি টি-টোয়েন্টি খেলেছেন উমর গুল। টেস্টে উইকেট সংখ্যা ১৬৩। ওয়ানডেতে ১৭৯। এবং টি-টোয়েন্টিতে ৮৫। পরিসংখ্যানই বলে দিচ্ছে, পাকিস্তান ক্রিকেটের অন্যতম সফল বোলার উমর গুল।  ২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের জার্সি গায়ে শেষবার আন্তর্জাতিক ম্যাচে নেমেছিলেন। তারপর ঘরোয়া ক্রিকেটে নিয়মিত দেখা যেতে তাঁকে।

ন্যাশনাল টি ২০ কাপে খেলে নিজের কেরিয়ার শেষ করলেন উমর গুল। অবসর ঘোষণার পর গুল টুইটারে লিখেছেন, “খুব ভারী হৃদয়ে এবং অনেক চিন্তাভাবনার পর আমি জাতীয় টি-টোয়েন্টি কাপের পরে ক্রিকেটের সব ফর্ম্যাটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি সর্বদা আমার সমস্ত মন এবং ১০০ শতাংশ কঠোর পরিশ্রম দিয়ে পাকিস্তানের হয়ে খেলেছি। ক্রিকেট সর্বদা আমার ভালবাসা। তবে সমস্ত ভালো জিনিসের শেষ হতে হবে। ভবিষ্যত আমার জন্য আরও অনেক কিছু রাখবে এই প্রার্থনা করছি। দ্বিতীয়ত, আমি ধন্যবাদ জানাতে চাই সমস্ত কোচ এবং লোকজনকে যারা আমার ক্রিকেট জার্নির অংশ ছিলেন। মিডিয়া, আমার ভক্ত এবং অনুসারীদের বিশেষ ধন্যবাদ।” পাকিস্তানের এই প্রথম সারির পেসারের অবসর ঘোষণার পর ভারতীয় সমর্থকরাও তাঁকে শুভকামনা জানিয়েছেন।

আরও পড়ুন: অমিত শাহ পুত্র জয়ের পর ‌দিল্লি ক্রিকেট সংস্থায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেটলির ছেলে

Exit mobile version