স্বমহিমায় ডি’ভিলিয়ার্স, উনাদকাটের ওভারের ধাক্কায় আবারও হারল রাজস্থান

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ধামাকা দিলেন এবি ডি’ভিলিয়ার্স। আগের ম্যাচে ছয়ে নেমেছিলেন। শনিবার সেই ‘রাগ’ সুদে-আসলে পুষিয়ে নিলেন তিনি। একটা সময় রাজস্থান রয়্যালসের কিছুটা আশা জাগলেও তা বেশিদূর এগোতে দিলেন না। শেষ ওভারে জোফ্রা আর্চারকে ছক্কা মেরে রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে আবারও জয়ের সরণিতে ফিরিয়ে আনলেন।

শনিবার দুপুরে দুবাইয়ে টসে জিতে ব্যাট নিয়েছিলেন রাজস্থান অধিনায়ক স্টিভ স্মিথ। রবিন উথাপ্পাকে ওপেনিংয়ে তুলে আনার ফল হাতেনাতে পায় রাজস্থান। উলটো দিকে বেন স্টোক যখন ঢিমেতালে খেলছিলেন, তখন ২২ বলে ৪১ রানের ইনিংস খেলেন প্রাক্তন নাইট।

তবে স্টোকস ও সঞ্জু স্যামসন কম রানেই প্যাভিলিয়নে ফেরেন। প্রথম তিন ব্যাটসম্যান আউট হওয়ার পর দলের হাল ধরেন স্মিথ ও জস বাটলার। শনিবার পাঁচে নামেন ইংরেজ উইকেট-কিপার। তাঁকে সেভাবে স্বচ্ছন্দে না দেখালেও দুরন্ত ইনিংস খেলেন স্মিথ। তাঁর ৩৬ বলে ৫৭ রানের সৌজন্যে ৩৬ বলে ৫৭ রান তোলে রাজস্থান। চার ওভারে ২৬ রান দিয়ে চার উইকেট নেন ক্রিস মরিস। ভালো বল করেন যুজবেন্দ্র চহালও। নিজের কোটো পূরণ করে দু’উইকেট নেন। খরচ করেন ৩৪ রান।

আরও পড়ুন : সন্তানদের নিয়ে ত্রাণের আকুতি ‘পরিযায়ী’ দুর্গার, শিল্পীর ভাবনাকে কুর্নিশ জানাল নেটনাগরিকরা

রান তাড়া করতে নেমে খুব একটা ভালো শুরু হয়নি ব্যাঙ্গালোরের। বরং শুরুতেই ফেরেন অ্যারন ফিঞ্চ। তারপর ইনিংসের হাল ধরেন বিরাট কোহলি ও দেবদূত পাড়িক্কাল। কর্নাটকের ব্যাটসম্যান ভালো ছন্দে না থাকলেও কোহলিকে সঙ্গ দিচ্ছিলেন। কিন্তু ১৩ তম ওভারের শেষ বলে সেই জুটি ভাঙেন রাহুল তেওটিয়া। পরের বলেই প্যাভিলিয়নে ফেরেন বিরাট।

ম্যাচে জেগে ওঠে রাজস্থান।ম্যাচে জেগে ওঠে রাজস্থান।১৮ তম ওভার পর্যন্ত সেই আশা খানিকটা ধরে রেখেছিল তারা। ডি’ভিলিয়ার্স এসে সেটুকুও থাকতে দেননি। তাঁর কাজটা সহজ করে দেন স্মিথ। ১৯ তম ওভারে আর্চারের হাতে বল না দিয়ে জয়দেব উনাদকাটকে ডাকেন তিনি। স্মিথের সিদ্ধান্ত দু’হাত দিয়ে গ্রহণ করেন ডি’ভিলিয়ার্স।

প্রথম তিন বলে তিন ছক্কা মারেন। শেষপর্যন্ত সেই ওভারে ২৫ রান ওঠে। ২২ বলে ৫৫ রান করেন তিনি ।শেষ ওভারে ন’রান দরকার ছিল। চতুর্থ বলে ছক্কা মেরে ব্যাঙ্গালোরকে জিতিয়ে দেন ডি’ভিলিয়ার্স।

আরও পড়ুন : এবার চাঁদেও মিলবে 4G পরিষেবা! নোকিয়ার সঙ্গে গাঁটছড়া বেঁধে দাবি নাসার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest