Site icon The News Nest

রঞ্জির ইতিহাসে সর্বাধিক উইকেট টেকার রাজিন্দর গোয়েল প্রয়াত

ওয়েব ডেস্ক: দেশের হয়ে কখনও খেলা হয়ে ওঠেনি তাঁর। কিন্তু ভারতবর্ষের অন্যতম সেরা স্পিনার হিসেবে প্রসিদ্ধ ছিলেন তিনি। আর হবেন নাই বা কেন। রঞ্জি ট্রফির ইতিহাসে সর্বাধিক উইকেট সংগ্রহের রেকর্ড যাঁর নামের পাশে লেখা, তাঁর দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন কার সাধ্যি। সেই রাজিন্দর গোয়েল আর নেই।

দীর্ঘ রোগভোগের পর রবিবার কলকাতার বাসভবনে প্রয়াত হলেন রাজিন্দর গোয়েল। রঞ্জি ট্রফিতে সর্বকালের সর্বাধিক উইকেট শিকারি ৭৭ বছর বয়সে ছুটি নিলেন জীবনের বাইশ গজ থেকে।

আরও পড়ুন : বুধবার নবান্নে আবার সর্বদল বৈঠক ডাকলেন মমতা, কি বলতে পারেন মুখ্যমন্ত্রী?

বিষেণ সিং বেদী, এরাপল্লি প্রসন্নের মতো দেশের প্রথমসারির স্পিনারদের সঙ্গে একযোগে উচ্চারিত হত কিংবদন্তি রাজিন্দর গোয়েলের নাম। কেরিয়ারে ১৫৭টি প্রথম শ্রেণীর ম্যাচে ৭৫০ উইকেট নিজের নামে করে কেরিয়ার শেষ করেছিলেন এই বাঁ-হাতি স্পিনার। তবু দেশের হয়ে খেলার সুযোগ হয়নি তাঁর।

খেলেছেন হরিয়ানা, পঞ্জাব এমনকী দিল্লির হয়েও। রঞ্জি ট্রফিতে তাঁর শিকার ৬৩৭ উইকেট। যা এখনও রেকর্ড। কিন্তু এ হেন রাজিন্দর গোয়েল ভারতের হয়ে সরকারি টেস্ট খেলার সুযোগটাই পাননি কখনও। প্রস্তুতি ম্যাচে খেলেছিলেন। জাতীয় দলের স্কোয়াডে থাকলেও প্রথম একাদশে সুযোগ মেলেনি। বিষেন সিং বেদী, দিলীপ দোশি-এদের কারণেই জাতীয় দলে সুযোগ পাননি বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের।

ছয়ের দশক থেকে আটের দশক, ঘরোয়া ক্রিকেটে দাপটের সঙ্গে ভেলকি দেখিয়েছেন বাঁ হাতি কিংবদন্তি স্পিনার রাজিন্দর গোয়েল।  ক্রিকেট থেকে অবসরের পর হরিয়ানাতে প্রতিভা তুলে আনার কাজে লেগে পড়েন। হরিয়ানার নির্বাচক হিসেবেও দীর্ঘদিন ছিলেন। ২০১৭ সালে ভারতীয় ক্রিকেটে অবদানের জন্য আজীবন স্বীকৃতি হিসেবে সিকে নাইডু পুরস্কারে সম্মানিত হন। তাঁর প্রয়াণে শোকের ছায়া ভারতীয় ক্রিকেট মহলে।

আরও পড়ুন : এই ভুল ভুলেও করবেন না ,খালি হয়ে যেতে পারে অ্যাকাউন্ট, সতর্ক করল SBI

Exit mobile version