Site icon The News Nest

টি টোয়েন্টি বিশ্বকাপের পরে ‘সুখের চাকরি’ হারাতে পারেন রবি শাস্ত্রী! ভাসছে দ্রাবিড়ের নাম

Rahul Dravid and Ravi Shastri

আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের পরেই হয়তো সরে যেতে পারেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রবি শাস্ত্রী, বোলিং কোচ ভরত অরুণ, ফিল্ডিং কোচ আর. শ্রীধর, এবং ব্যাটিং কোচ বিক্রম রাঠোর৷ শাস্ত্রী ও তাঁর সহযোগীদের চুক্তি চলতি বছরের নভেম্বরেই শেষ হবে৷ সূত্রের খবর, তার আগেই বোর্ডের কিছু কর্তার কাছে, টি টোয়েন্টি বিশ্বকাপের পরে দল থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন শাস্ত্রী।

ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত রিপোর্ট অনুযায়ি বিসিসিআই একদম নতুন একটি দল চাইছে৷ শাস্ত্রী প্রথমবার ২০১৪ সাল থেকে ২০১৬ টি টোয়েন্টি বিশ্বকাপ অবধি নির্দেশক হিসেবে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে যুক্ত ছিলেন৷ তারপর অনিল কুম্বলে এক বছরের জন্য ভারতীয় দলের সঙ্গে যুক্ত ছিলেন৷ ২০১৭ সালে অনিল কুম্বলে (Anil Kumble) সরে যাওয়ার পর ফের একবার রবি শাস্ত্রী ভারতীয় ক্রিকেটে ফিরে আসেন৷

আরও পড়ুন: ইংল্যান্ডের মাটিতেও বর্ণবিদ্বেষের শিকার বিরাট কোহলির Team India

সাফল্যের সঙ্গে নিজের দায়িত্ব পালন করেছেন। তাঁর কোচিংয়েই ভারত ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে গিয়েছিল৷ এখনও পর্যন্ত রবি শাস্ত্রীর কোচিং-এ ভারতীয় ক্রিকেট দল আইসিসি ট্রফি নিজের নামে করে উঠতে পারেনি৷ অন্যদিকে রবি শাস্ত্রীর কার্যকালে ভারত অস্ট্রেলিয়া দলকে তাদের মাটিতে দু’বার টেস্ট সিরিজে হারিয়েছে৷ এ ছাড়াও দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডও অত্যন্ত ভাল পারফর্ম করেছে রবি শাস্ত্রীর ছেলেরা৷

কিন্তু এ সবের পরেও ভারতীয় ক্রিকেটে এখন বদল চাই, এমনটাই মনে করছে বিসিসিআইয়ের একটা বড় অংশ৷ পরের স্তরে পৌঁছনো এবং অপরাজিত দল হওয়ার জন্য এখন তাদের প্রস্তুত হতে হবে৷ প্রটোকল অনুযায়ি বিসিসিআই টি টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার পর কোচের জন্য নতুন আবেদন নেবে৷ সূত্রের খবর বোর্ডের বেশ কিছু আধিকারিক ভারতীয় দলের পরবর্তী কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কেই চাইছেন৷

আরও পড়ুন: Ind vs Eng: দুই শিবিরেই চোটের বড় ধাক্কা, প্রস্তুতি শুরু করলেও বৃহস্পতিবারে এঁদের খেলায় বড় প্রশ্ন

Exit mobile version