Site icon The News Nest

Tokyo Olympics 2020: টোকিও যাওয়ার বিমানে উঠতেই পারলেন না Vinesh Phogat!

vinesh

শুরুতেই বাধা। ভারতীয় কুস্তিগীর বিনেশ ফোগাট টোকিয়ো যাওয়ার বিমানে উঠতেই পারলেন না। হাঙ্গেরির বুদাপেস্টে অনুশীলন করছিলেন বিনেশ। ভিসা অনুযায়ী ইউরোপে ৯০ দিন থাকার কথা থাকলেও তিনি ৯১ দিন ছিলেন। সেই কারণেই তাঁকে বিমানে উঠতে দেওয়া হয়নি।

এই ঘটনা জানার পরেই সঙ্গে সঙ্গে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া পদক্ষেপ নেয়। ভারতীয় দূতাবাসের প্রতিনিধি ফ্রাঙ্কফুর্টে গিয়ে বিষয়টা মিটিয়ে দেন। বিনেশ বুধবার অর্থাৎ আজই টোকিও উড়ে যাবেন।

আরও পড়ুন: Tokyo Olympics 2020: বিশ্বের দু’নম্বর মেদভেদেভের বিরুদ্ধে স্ট্রেট সেটে হার সুমিত নাগালের

এবার টোকিওতে কুস্তির ৫৩ কেজি বিভাগে বিনেশ সোনা জেতার ক্ষমতা রাখেন বলেই মনে করছেন অনেকে। ৫ অগাস্ট থেকে বিনেশদের প্রতিযোগিতা শুরু। কমনওয়েলথে জোড়া সোনা জেতার পাশাপাশি বিনেশ এশিয়ান গেমসেও পেয়েছেন সোনা। এখন দেখার অলিম্পিক্সে দেশবাসীর স্বপ্ন তিনি পূরণ করতে পারেন কিনা!

কুস্তির ৫৩ কেজি বিভাগে ফোগাটের হাত ধরেই অলিম্পিক্সে পদক জয়ের স্বপ্ন দেখছে ভারত। ৫ অগস্ট থেকে শুরু সেই প্রতিযোগিতা।

আরও পড়ুন: Tokyo Olympics: শেষ ১৬’য় নিজের জায়গা পাকা করলেন সিন্ধু, পদকের স্বপ্ন জোরালো হচ্ছে

Exit mobile version