Site icon The News Nest

Tokyo Paralympics 2020: ভারতের ঝুলিতে আরও এক পদক, ব্যাডমিন্টনে রুপো নয়ডার DM-এর

suhas scaled

Tokyo Paralympics 2020-র মঞ্চে ভারতের ঝুলিতে আরও একটি পদক। ছেলেদের ব্যাডমিন্টনে রুপো পদক জিতলনে IAS অফিসার তথা নয়ডার ডিএম সুহাস এল ইয়াথিরাজ (Suhas L Yathiraj )। ফাইনালে ফ্রান্সের প্রতিদ্বন্দ্বী Lucas Mazur-র কাছে হারলেন তিনি।\

প্রথম বার প্যারালিম্পিক্সে ব্যাডমিন্টনকে যুক্ত করা হল। সে বারেই এখনও অবধি তিনটি পদক জয় ভারতের। ফাইনালে ফ্রান্সের লুকাস মাজুরের কাছে ২১-১৫, ১৭-২১, ১৫-২১ ফলাফলে হেরে যান সুহাস। গ্রুপ পর্বেও লুকাসের কাছে হেরেছিলেন তিনি। রুপো জয়ের পথে মাত্র দুটো ম্যাচ হারেন সুহাস। দুটোতেই প্রতিপক্ষ ছিলেন লুকাস।

আরও পড়ুন: অতীত মেসি, বার্সেলোনায় ১০ নম্বর জার্সি পেলেন এই তরুণ ফুটবলার

২০০৭ সালের আইএএস সুহাস এই মুহূর্তে উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগরের জেলাশাসক। ২০১৮ সালে জাতীয় স্তরে সোনা জেতেন সুহাস। এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন তিনি। সুহাসের স্ত্রী ঋতু ২০১৯ সালে মিসেস ইন্ডিয়া প্রতিযোগিতায় উত্তরপ্রদেশের প্রতিনিধিত্ব করেন। তাঁদের একটি পাঁচ বছরের মেয়ে এবং দুই বছরের ছেলেও রয়েছে। স্বামীর এই কৃতিত্বে আনন্দিত সুহাস এল ইয়াথিরাজ (Suhas L Yathiraj)-র স্ত্রী তথা গাজিয়াবাদের ADM ঋতু সুহাস (Ritu Suhas)।

আরও পড়ুন: Tokyo Paralympics 2020: শাটলার কৃষ্ণ নাগারের সৌজন্যে পঞ্চম সোনা জয় ভারতের

 

 

 

Exit mobile version