Site icon The News Nest

FIFA: কেন নির্বাসিত AIFF? কেন কার্যত ‘পথে বসে গেল’ ইস্টবেঙ্গল, এটিকে মোহনবাগান?

FIFA 1

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে সত্যি সত্যি নির্বাসিত করল ফিফা। ফিফার তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ফেডারেশনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণেই এই নির্বাসন। আসলে ফেডারেশনের নির্বাচনে সুপ্রিম কোর্টের গড়ে দেওয়া কমিটির হস্তক্ষেপ মোটেও ভালো ভাবে নেয়নি ফিফা। যার জেরেই এই শাস্তির মুখে পড়তে হল ফেডারেশনকে।

কিন্তু কেন এই সিদ্ধান্ত নিল ফিফা?

আরও পড়ুন: CWG 2022: গভীর রাতে বাংলার অচিন্ত্য জিতলেন সোনা, ষষ্ঠ পদক ভারতের

আর এই নির্দেশে বিধ্বস্ত ইস্ট-মোহন। হঠাৎ করেই আচমকা ধাক্কার অভিঘাত বুঝতেই কার্যত যেন সব হারানোর সুর দুই প্রধানে।ফিফার নিষেধাজ্ঞার জেরে এটিকে মোহনবাগান আপাতত এএফসি কাপের অভিযানে নামতে পারবে না। একইভাবে ইস্টবেঙ্গল ষষ্ঠ বিদেশি বাছাই করতে পারবে না পরিবর্তিত পরিস্থিতিতে। কারণ আন্তর্জাতিক ফুটবলারদের ভারতের ফুটবলে ক্লাবে ট্রান্সফার আপাতত স্থগিত হয়ে যাচ্ছে।

আরও পড়ুন: CWG 2022: নীরজের রেকর্ড ভেঙে ৯০ মিটারের গণ্ডি পার, জ্যাভিলিনে সোনা জয় পাকিস্তানের নাদিমের

Exit mobile version