Site icon The News Nest

নারদকাণ্ডে মুকুলকে ইডির নোটিশ, ৭ দিনের মধ্যে আয়ব্যয়ের হিসাব দিতে ‘কড়া’ নির্দেশ

নারদাকাণ্ডে ফের তৎপর ইডি। বিজেপি নেতা মুকুল রায়কে নোটিস পাঠাল ইডি। ইডি সূত্রে খবর, সমস্ত আয়-ব্যয়ের হিসেবনিকেশ ও ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।৭ দিনের মধ্যে এইসব নথি জমা দিতে হবে, এমনটাই নোটিসে বলা হয়েছে।

শুক্রবার দুপুরে ইমেলে মুকুলকে নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। ইডি সূত্রের খবর, শুধু মুকুল নন, অন্য অভিযুক্তদেরও নোটিশ পাঠাবে তারা। ওদিকে বিজেপি ছাড়ার জল্পনার মধ্যে মুকুলকে ইডির নোটিশের অন্য তাৎপর্য খুঁজতে নেমেছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে ফের উত্তপ্ত ক্যানিং, গুলিবিদ্ধ ৫

মুকুলের কাছে যে নোটিশ পৌঁছেছে তাতে তাঁর ব্যাঙ্কের লেনদেন ও স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসাব সংক্রান্ত নথি চেয়ে পাঠিয়েছেন গোয়েন্দারা। গত জুনে এই নথি চেয়ে নোটিশ পাঠিয়েছিল ইডি। তবে লকডাউন চলায় তখন নথি জমা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছিলেন মুকুল।

এরই মধ্যে রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে মুকুলের কোন্দল চরমে ওঠে বলে গুঞ্জন। যা মেটাতে ময়দানে নামতে হয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে। এরই মধ্যে মুকুলের তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা ছড়াতে থাকে। গত সপ্তাহে মুকুল যদিও নিজে মুখে সেই জল্পনা খারিজ করে দেন। তার পরও তাঁর কাছে পৌঁছল ইডির নোটিশ।এই প্রসঙ্গে মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম চিঠির কথা স্বীকার করলেও দ্বিতীয় চিঠির কথা স্বীকার করেননি।

আরও পড়ুন: করোনা গ্রাসে কলকাতার সহকারী পুলিশ কমিশনার, এই নিয়ে শহরে প্রাণ গেল ৯ পুলিশকর্মীর

Exit mobile version