Site icon The News Nest

ক্রীড়ায় মনোজ, বনে বীরবাহা, পঞ্চায়েতে শিউলি – জানুন কোন প্রতিমন্ত্রী কোন দফতর পেলেন?

WhatsApp Image 2021 05 10 at 4.11.19 PM

রাজভবনে মন্ত্রিসভার শপথের পরে যুদ্ধকালীন তৎপরতায় মন্ত্রীদের দপ্তর (Mamata Ministry) বণ্টনের কাজ শেষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB Cabinet Ministers)। প্রতিবারের মত এবারেও মুখ্যমন্ত্রীর নিজের হাতে রইল স্বরাষ্ট্র, পুলিশ, পার্বত্য বিষয়ক, ভূমি ও ভূমি সংস্কার, উত্তরবঙ্গ উন্নয়নের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর। অন্যদিকে শিল্প ও শিক্ষায় বড়োসড়ো চমক দিলেন মমতা। বিরাট দায়িত্ব পেলেন ফিরহাদ হাকিম, ব্রাত্য বসুরা। দায়িত্ব বদল হল পার্থ চট্টোপাধ্যায়দের। আর প্রতিমন্ত্রীদের (Ministers of State) তালিকায় উঠে এল একগুচ্ছ নতুন মুখ।

মনোজ তিওয়ারি – যুবকল্যাণ ও ক্রীড়া।

দিলীপ মণ্ডল – পরিবহন।

আখরুজ্জামান – শক্তি।

বীরবাহা হাঁসদা – বন।

আরও পড়ুন: সব রাজ্যকে ফ্রিতে দিতে হবে টিকা, কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল দিদির বাংলা

শিউলি সাহা – পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর।

সাবিনা ইয়াসমিন – জলসেচ ও জলপথ পরিবহন এবং উত্তরবঙ্গ উন্নয়ন।

পরেশচন্দ্র অধিকারী – স্কুলশিক্ষা।

শ্রীকান্ত মাহাতো – ক্ষুদ্র, ছোটো ও মাঝারি এবং বস্ত্র দফতর।

আরও পড়ুন: রাজ্য মন্ত্রিসভায় সাত মুসলিম, এই প্রথম পূর্ণমন্ত্রী হলেন কোনও মাওলানা

Exit mobile version