Site icon The News Nest

অন্তঃসত্ত্বার পেটে লাথি, নষ্ট গর্ভস্থ ভ্রূণ, অভিযুক্ত বর্ধমানের তৃণমূল নেতা ও তাঁর স্ত্রী

lynching1

পারিবারিক বিবাদের মধ্যে নাক গলিয়ে এক মহিলা ও তাঁর অন্তঃসত্ত্বা মেয়েকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের এক অঞ্চল সভাপতির বিরুদ্ধে। এমনকী ওই অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি মারার অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে বর্ধমান-১ ব্লকের রায়ান-১ গ্রাম পঞ্চায়েতের হটুদেওয়ান ডাঙাপাড়া এলাকায়।

জানা গিয়েছে, ডাঙাপাড়ার বাসিন্দা রাফিয়া বিবি ও তাঁর মেয়ে সাবিনা বিবি। সম্প্রতি তাঁদের সঙ্গে তুমুল বচসা হয় তৃণমূল কংগ্রেসের রায়ানের অঞ্চল সভাপতি সেখ জামালের। পরে বিষয়টির মিমাংসাও হয়ে যায়। কিন্তু এই সোমবার সকালে ফের অঞ্চল সভাপতির লোকজন ঘরে ঢুকে মা ও মেয়ের উপর হামলা চালায় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাফিয়াকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়। তবে সাবিনা এখনও চিকিৎসাধীন।

আরও পড়ুন: কঙ্গনাকে ওয়াই প্লাস নিরাপত্তা কেন, কেন্দ্রকে নিশানা মহুয়ার

রাফিয়াবিবি জানান, রবিবার সন্ধ্যায় অঞ্চল সভাপতি সেখ জামালের স্ত্রী ঘরে এসে তাঁর মেয়েকে গালিগালাজ করে। তিনি প্রতিবাদ করলে তাঁর উপরেও চড়াও হয় তারা। এরপর স্থানীয় তৃণমূল পার্টি অফিসে গিয়ে বিষয়টি মিমাংসা হয়। ঝামেলার নিষ্পত্তি হয়েছে বলে মনে করেন তিনি। কিন্তু সোমবার সকাল হতেই ফের ওই তৃণমূল নেতা তাঁদের উপর হামলা করে বলে অভিযোগ। তিনি বলেন, ‘‘সোমবার বেলার দিকে ঘরে শুধু আমি আর আমার মেয়ে ছিলাম। সেই সময় জালালের স্ত্রী দলবল নিয়ে আমাদের ঘরে এসে ঢোকে। এসেই আমাদের মারধর শুরু করে। লাথি ও ঘুষি মারে আমাকে। আমার মেয়ে অন্তঃসত্ত্বা। তাকেও রেয়াত করেনি। ওর পেটে লাঠি মারে ওরা।’’

বর্ধমান হাসপাতালে ভর্তি সাবিনা খুবই অসুস্থ বলে জানা গেছে। বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছেন রাফিয়া বিবি। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে যে তৃণমূল নেতা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগের তির, সেই অঞ্চল সভাপতি শেখ জামাল বলেন, ‘‘আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যে। যখন ঝামেলা হয় তখন আমি এলাকাতেই ছিলাম না।’’

আরও পড়ুন: করোনায় আক্রান্ত অভিষেকের স্ত্রী রুজিরা, সংক্রমিত বিধাননগর পৌরনিগমের ডেপুটি মেয়রও

Exit mobile version