Site icon The News Nest

ভোট গাজন! রাজ্যে আসতে শুরু করল কেন্দ্রীয় বাহিনী, জেনে নিন কোথায় মোতায়েন হবে কত কোম্পানি

crpf

বঙ্গে বিধানসভা ভোটের (Assembly election 2021) দামামা বেজে গিয়েছে আগেই। এবার রাজ্যে এল কেন্দ্রীয় বাহিনী। শনিবার সকালে দুর্গাপুরে (Durgapur) পৌঁছেছে দুই কোম্পানী সিআইএসএফ কর্মী।  তাঁদের পাঠানো হবে বাঁকুড়া ও বীরভূমে। চলতি মাসে ধাপে ধাপে মোট ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে রাজ্যে।

২০২১ সালের বিধানসভা ভোটে কোনও রকম অশান্তি বরদাস্ত করা হবে না বলে স্পষ্টতই জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার সুনীল আরোরা। পুলিশ এবং প্রশাসনিক কর্তাদেরও তৈরি থাকতে বলা হয়েছে। এ বার নির্বাচন হতে চলেছে করোনা পরিস্থিতির মধ্যে। সে কথা মাথায় রেখে বুথের সংখ্যাও বাড়ানো হয়েছে। ২২ হাজার অতিরিক্ত বুথ থাকবে। তা নিয়ে মোট বুথের সংখ্যা হয়েছে ১ লক্ষের কিছু বেশি।

বর্ধিত বুথের কথা মাথায় রেখে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীও বাড়ানো হতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, আপাতত রাজ্যে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা ফেব্রুয়ারির শেষে। ১২৫ কোম্পানির মধ্যে ৬০ কোম্পানি সিআরপিএফ থাকবে। এ ছাড়াও সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি এবং বিএসএফ থাকবে নিরাপত্তার জন্য। নির্বাচন কমিশনের নির্দেশের পরই স্পর্শকাতর এলাকায় শুরু হবে রুট মার্চও।

আরও পড়ুন: সরস্বতী পুজোয় যুগলে ঘুরতে দেখলেই ব্যবস্থা, উত্তরপাড়ায় ‘হুমকি’ পোস্টার বজরং দলের

জানা গিয়েছে,

আরও পড়ুন: ‘নাদুস-নুদুস, ফানুস-ফানুস, ফাটুস-ফুটুস চেহারা’, অমিত শাহকে নিয়ে রসিক খোঁচা মমতার

 

Exit mobile version