Site icon The News Nest

নন্দীগ্রামে প্রার্থী মমতাই, ‘খেলেঙ্গে, লড়েঙ্গে, জিতেঙ্গে’, তালিকা প্রকাশ করে স্লোগান তৃণমূল নেত্রীর

Mamata 768x432 1

কথা দিলে কথা রাখেন তিনি। তাই ঘোষণা মতো নন্দীগ্রাম থেকেই প্রার্থী হচ্ছেন তিনি। জানিয়ে দিলেন তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৯ মার্চ বিকেলে মনোনয়ন জমা দেবেন তিনি। এত দিন .যে ভবানীপুরে দাঁড়াতেন মমতা, ’২১-এর ভোটে সেখানে প্রার্থী হচ্ছেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

শারীরিক অসুস্থতার জন্য এ বারের নির্বাচনে প্রার্থী হচ্ছেন না অমিত মিত্র এবং পূর্ণেন্দু বসু। ৮০-র ঊর্ধ্বে যাঁদের বয়স, তাঁদের এ বার টিকিট দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন মমতা। কালীঘাটে তৃণমূল সুপ্রিমো এই তালিকা প্রকাশ করে বলেন, ‘বাংলার মানুষই বাংলা শাসন করবে।’ এবার মমতার প্রার্থী তালিকায় রয়েছেন ৫০ শতাংশ মহিলা প্রার্থী। সংখ্যালঘু প্রার্থী ৪২ জন, এসসি প্রার্থী ৭৯ জন, এসটি প্রার্থী ১৭ জন।

বাংলার ২৯১টি কেন্দ্রে কোথায় কে ঘাসফুল প্রতীক নিয়ে দাঁড়াচ্ছেন দেখে নিন এক নজরে।

কলকাতার ১১ কেন্দ্র 

হাওড়ার ১৬ কেন্দ্র

হুগলির ১৮ কেন্দ্র

পূর্ব মেদিনীপুরে ১৬ আসন

পশ্চিম মেদিনীপুরের ১৫ আসনে প্রার্থী

ঝাড়গ্রামের চার কেন্দ্র

বাঁকুড়া ১২ আসন

পুরুলিয়ার ৯ আসন

আরও পড়ুন: সায়নী,রাজ,মনোজ,সায়ন্তিকা,কৌশানি-সহ একঝাঁক তারকা প্রার্থী তৃণমূলের, দেখুন তালিকা

পশ্চিম বর্ধমানের ৯ কেন্দ্র

পূর্ব বর্ধমানের ১৬ কেন্দ্র

বীরভূমের ১১ কেন্দ্র

দক্ষিণ ২৪ পরগনার ৩১ কেন্দ্র

উত্তর ২৪ পরগনার ৩৩ আসন

আরও পড়ুন: সাইড লাইনে পুরানোরা! ৩ মাস আগে দলে আসা শুভেন্দুই বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ

নদিয়ার ১৭ কেন্দ্র

মুর্শিদাবাদে ২২টি আসন

মালদহে ১২ আসন

কোচবিহারে ৯ আসন

আলিপুরদুয়ারের ৫ কেন্দ্র

জলপাইগুড়ির ৭ আসন

দক্ষিণ দিনাজপুরের ৬ আসন

উত্তর দিনাজপুরের ৯ আসন

দার্জিলিংয়ের ৫ আসনের মধ্যে ৩টিতে প্রার্থী
দার্জিলিংয়ের পাঁচ আসনের মধ্যে তিনটিতে প্রার্থী দিয়েছে তৃণমূল। বাকি দু’টি ছেড়ে দিয়েছে তাদের সমর্থক দলের জন্য।

কালিম্পংয়ে প্রার্থী দেবে না তৃণমূল
কালিম্পংয়ে প্রার্থী দেবে না তৃণমূল, সাংবাদিক সম্মেলনেই জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। এই বিধানসভা কেন্দ্রের একটিই আসন। সেটি স্থানীয় তৃণমূলের সমর্থক দলের জন্য ছাড়া হয়েছে।

আরও পড়ুন: সুশান্ত কাণ্ড: মাদক মামলায় ১২ হাজার পাতার চার্জশিট এনসিবির, অভিযুক্ত রিয়া-সৌভিক সহ ৩৩

 

 

Exit mobile version