Site icon The News Nest

৮ মার্চ প্রথম দু’দফার প্রার্থী তালিকা ঘোষণা, আগেই দেখে নিন বামেদের কে কোথায় প্রার্থী হতে চলেছেন

leftfront

নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের পর চার দিন কাটতে চললেও এখনো প্রার্থীতালিকা প্রকাশ করেনি পশ্চিমবঙ্গের কোনও প্রধান রাজনৈতিক দল। অথচ মঙ্গলবারই জারি হয়েছে প্রথম দফার বিজ্ঞপ্তি। শুরু হয়ে গিয়েছে মনোনয়ন সময়। এই পরিস্থিতিতে সম্ভবত সোমবার প্রথম দফার প্রার্থীতালিকা প্রকাশ করবে বামফ্রন্ট।

সূত্রের খবর, এবার নির্বাচনে লড়ছেন না সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র৷ তবে বামেদের প্রার্থী তালিকাতেও থাকছে একাধিক নতুন মুখ৷ তালিকায় রয়েছে ঐশী ঘোষ, শতরূপ ঘোষদের নাম৷ শোনা যাচ্ছে, শালবনিতে প্রার্থী হতে পারেন সুশান্ত ঘোষ। বেহালা পশ্চিমে নীহার ভক্ত, কসবায় শতরূপ ঘোষ, যাদবপুরে সুজন চক্রবর্তী, টালিগঞ্জে দেবদূত ঘোষ, বেহালা পূর্বে সুমিতা হর চৌধুরী বা সৃজন ভট্টাচার্য প্রার্থী হতে পারেন। প্রার্থী হতে পারেন তন্ময় ভট্টাচার্য, সায়নদীপ মিত্রও।

 বামেদের সম্ভাব্য প্রার্থী তালিকা

CPIM
চণ্ডীতলা (হুগলি)- মহম্মদ সেলিম
বালি- দীপ্সিতা ধর
দূর্গাপুর পূর্ব- ঐশী ঘোষ
শালবনি- সুশান্ত ঘোষ
গড়বেতা- তপন ঘোষ
নারায়ণগড়- তাপস সিনহা
কসবা- শতরূপ ঘোষ

শিলিগুড়ি- অশোক ভট্টাচার্য
বেলেঘাটা- রাজীব বিশ্বাস
কামারহাটি- মানস মুখোপাধ্যায়
যাদবপুর- সুজন চক্রবর্তী
বরানগর- সায়নদীপ মিত্র
বীজপুর/খড়দা- দেবজ্যোতি দাস
দেবদূত ঘোষ- টলিগঞ্জ
বেহালা পশ্চিম- নীহার ভক্ত
পাণ্ডবেশ্বর/ কুলটি- মীনাক্ষী মুখোপাধ্যায়

আরও পড়ুন: ‘বাংলার মেয়ে নন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফুফু, আর রোহিঙ্গাদের খালা’ নাম না করে খোঁচা শুভেন্দুর

রানিবাঁধ- দেবলীনা হেমব্রম
বেহালা পূর্ব- সুমিতা হর চৌধুরী/ সৃজন ভট্টাচার্য
কাশিপুর বেলগাছিয়া- প্রতীপ দাসগুপ্ত / কনীনিকা ঘোষ বোস

RSP
গোসাবা-অনিল মন্ডল
বাসন্তী- সমর বিশ্বাস
বোলপুর- তপন হোড়
ছাতনা- ফাল্গুনী মুখার্জি
তপন- রঘু ওরাঁও

ফরওয়ার্ড ব্লক
চাকুলিয়া- ইমরান রামজ
দিনহাটা- আব্দুল রউফ

CPI
দাঁতন- শিশির পাত্র
পাঁশকুড়া পশ্চিম- চিত্তরঞ্জন দাস ঠাকুর
পটাশপুর- সৈকত গিরি
হিঙ্গলগঞ্জ- রঞ্জন মন্ডল
তমলুক- গৌতম পান্ডা
ইটাহার- শ্রীকুমার মুখার্জি
গাইঘাটা- কপিল কৃষ্ণ ঠাকুর

এন্টালিতে সম্ভবত প্রার্থী দিতে চলেছে আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেক্য়ুলার ফ্রন্ট বা ISF

পাশাপাশি বাম মনোভাবাপন্ন কয়েকজন তারকাকেও এ বার টিকিট দেওয়া হতে পারে৷ ছোট পর্দার পরিচিত মুখ দেবদূত ঘোষকে এ বার প্রার্থী করতে পারে সিপিএম৷ তাছাড়া ২০১৬-র নির্বাচনে নিজেদের কেন্দ্র থেকে যাঁরা জিতেছিলেন, তাঁদের প্রায় সবাইকেই ফের টিকিট দেওয়া হচ্ছে৷

এদিকে আইএসএফের সঙ্গে কংগ্রেসের আসন জট কার্যত কাটার মুখে। দক্ষিণবঙ্গে যাবতীয় জট কেটে গিয়েছে। সূত্রের খবর, আইএসএফের জন্য আরও ছ’টি আসন ছাড়ছে কংগ্রেস। উত্তরবঙ্গ নিয়ে আলোচনা চলছে। মালদহ-মুর্শিদাবাদে ২-৩টি আসনে প্রার্থী দিতে চায় আইএসএফ। কিন্তু কংগ্রেস তাতে রাজি নয়। যা নিয়ে সামান্য জটিলতা আছে। তবে, সেসব আজই কেটে যেতে পারে। এদিকে কংগ্রেসও নিজেদের মতো করে প্রার্থী তালিকার খসড়া তৈরি করে ফেলেছে। যা এআইসিসিতে (AICC) পাঠানো হবে। সেখান থেকে অনুমতি মিললেই প্রার্থী ঘোষণা করবে হাত শিবির।

আরও পড়ুন: হাতিয়ার সেই চেনা বিভাজন! বঙ্গে ক্ষমতায় আসতে যোগীর ট্রাম্পকার্ড লাভ জেহাদ-গোহত্যা

Exit mobile version