Site icon The News Nest

‘‌মডেল কোড অব কনডাক্ট নয়, আসলে মোদী কোড অফ কন্ডাক্ট ’‌, বিস্ফোরক টুইট মমতার

mamata tweet

নির্বাচন কমিশনকে কটাক্ষ করে রবিবার সকালে টুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লিখলেন, ‘মডেল কোড অব কনডাক্ট’-এর নাম বদলে ‘মোদী কোড অব কনডাক্ট’ করুক কমিশন। তার পরই তিনি লিখলেন, তিন দিন আটকানো গেলেও চতুর্থ দিন তিনি শীতলকুচি তিনি যাবেনই।

আগামী ৭২ ঘণ্টা কোনও নেতা–নেত্রী ঢুকতে পারবেন না কোচবিহার জেলায়। চতুর্থ দফার ভোটে চরম অশান্তির জেরে শনিবার রাতে এই মর্মে নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন। সুতরাং অস্থায়ী হেলিপ্যাড তৈরির কাজ শুরু হয়ে গেলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রবিবারের কোচবিহার সফর বাতিল হয়ে যায় কমিশনের নিষেধাজ্ঞার পরেই। কথা ছিল, মাথাভাঙা হাসপাতালের পাশে মাঠে হেলিপ্যাডে নেমে হাসপাতালের মর্গে শায়িত চারটি মৃতদেহে শ্রদ্ধা জানাবেন তিনি। কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ আসার পরেই অস্থায়ী হেলিপ্যাড তৈরির কাজ স্থগিত রাখা হয়। আর জানা যায়, কোচবিহার যাচ্ছেন না মমতা। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে তুলোধনা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: শীতলকুচিতে গুলি, মৃত প্রথমবারের ভোটার, নিজেদের কর্মী হিসেবে দাবি TMC এবং BJP-র

রবিবার সকালে তিনি একটি টুইট করেন। আর সেখানেই নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। ঠিক কী লিখেছেন টুইটে?‌ রবিবাসরীয় সকালে তৃণমূল সুপ্রিমো লিখেছেন, ‘‌নির্বাচন কমিশনের উচিত আদর্শ আচরণ বিধি বা মডেল কোড অফ কন্ডাক্টের নাম পরিবর্তন করা। আর নামকরণ করা মোদী কোড অফ কন্ডাক্ট।’‌

মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে আরও লেখেন, ‘‌বিজেপি তার হাতে থাকা সবকিছু ব্যবহার করতে পারেন। কিন্তু বিশ্বের কোনও কিছু আমাকে থামাতে পারবে না মানুষের সঙ্গে থাকা থেকে। আর মানুষের যন্ত্রণা ভাগ করে নেওয়ার থেকে।’‌

আরও পড়ুন: Mathabhanga Firing: ‘গণহত্যা করেছে বাহিনী’, কালো পোশাকে প্রতিবাদ মমতার

Exit mobile version