Mathabhanga Firing: ‘গণহত্যা করেছে বাহিনী’, কালো পোশাকে প্রতিবাদ মমতার

শীতলকুচির ঘটনা নিয়ে রবিবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

এমন রক্তাক্ত নির্বাচন বাংলায় শেষ কবে হয়েছে! এই প্রশ্নই যেন কুড়ে খাচ্ছে বাংলার মানুষকে। নির্বাচনের নামে রক্তারক্তি কাণ্ড বাংলার বিভিন্ন জায়গায়। কোচবিহারের মাথাভাঙায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গুলিতে প্রাণ হারিয়েছেন চারজন। নির্বাচন কমিশনের দাবি, প্রায় ৩০০ জন ঘিরে ধরে জওয়ানদের রাইফেল কেড়ে নিতে চেয়েছিল। প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে গুলি চালান জওয়ানরা। তবে কমিশন, বাহিনীর এমন দাবি মানতে নারাজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থ দফা নির্বাচনে নজিরবিহীন হিংসার ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন তিনি। রবিবার সকালে কালো পোশাক পরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। দাবি করেন, ”শীতলকুচিতে গণহত্যা হয়েছে।”

জলপাইগুড়ির নাগরাকাটায় জনসভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবারই উত্তরবঙ্গের শিলিগুড়িতে যান তিনি। শীতলকুচির ঘটনা নিয়ে রবিবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি।

কী বলছেন মমতা—

• অন্যায়ের বিরুদ্ধে, উন্নয়নের পক্ষে তৃণমূলকে ভোট দিন।

• নো বুলেট, অনলি ব্যালট।

• প্রথমে নিজের চেহারাটা আয়নায় দেখুন।

আরও পড়ুন: ‘বিজেপি হারছে বলে গুলি করে মানুষ মারাচ্ছে’, মাথাভাঙ্গা কাণ্ডে রুদ্রমূর্তি মমতা

• নরেন্দ্র মোদীজি আর কত হত্যা হবে। জোর করে বাংলা দখল। আপনি মন করেন জোর করে বাংলাকে গুজরাত বানাবেন?

• এই ভাবে তরুণদের গুলি করে মেরে দিচ্ছে।

• পুলিশের গুলিতে যাঁরা মারা গেছেন তাঁদের পরিবারকে সব রকম সাহায্য করব।

• নির্বাচন কমিশন বলছে শীতলকুচিতে যেতে পারবেন না। আমি যাবই।

• ধিক্কার জানাই এই গণহত্যার নায়কদের।

• এমন গুলি চালিয়েছে যে এত বড় গণহত্যা আগে কখনও হয়নি। গণতন্ত্রের হত্যা, গণহত্যা।

• শীতলকুচিতে গুলি চালিয়ে চার জনকে মেরে দেওয়া হয়েছে।

• আগামী দিনে আমরা আরও কাজ করব।

• মায়েদের হাতখরচের জন্য টাকা দওয়া হবে।

• আপনারা যদি এটাও চান যে আপনাদের বাড়িতে রেশন পৌঁছনো দরকার। আমরা তা-ও করব।

• আপনার বিনামূল্যে রেশন চান? তা হলে তৃণমূলকে ভোট দিন। বিজেপি এলে পাবেন না। ওরা সব বন্ধ করে দেবে।

• চা শ্রমিকদের বিনামূল্যে চাল, শিক্ষা, পানীয় জল দিচ্ছি।

• বিজেপি বলেছে চা বাগান খুল দেবে। ওরা দেয়নি। আমি খুলে দিয়েছি।

আরও পড়ুন: শীতলকুচিতে গুলি, মৃত প্রথমবারের ভোটার, নিজেদের কর্মী হিসেবে দাবি TMC এবং BJP-র

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest