Site icon The News Nest

ফের শনিবার খোলা থাকবে ব্যাংক, সিদ্ধান্ত কার্যকর আগামীকাল থেকেই

bank

দেশজুড়ে আনলক পর্ব শুরু হতেই বাড়তে থাকে করোনা আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই লাফিয়ে বাড়তে থাকে সংক্রমণ। ব্যতিক্রমী ছিল না বাংলাও। ফলে ব্যাংক কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে শনি ও রবিবার করে ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এবার সেই সিদ্ধান্তে বদল ঘটাল রাজ্য সরকার। জানিয়ে দেওয়া হল, আগের মতোই শনিবারও পরিষেবা পাবেন গ্রাহকরা।

আরও পড়ুন: জিএসটি ক্ষতিপূরণ না পেলে কেন্দ্রের ওপরে ভরসাই চলে যাবে, মোদীকে চিঠি দিদির

সরকারের নতুন নির্দেশিকা অনুসারে অগামিকাল, শনিবার খোলা থাকবে সমস্ত ব্যাঙ্ক। এই মর্মে ইতিমধ্যে নবান্ন থেকে নির্দেশিকা জারি হয়েছে। তাতে ব্যাঙ্কের সাপ্তাহিক কার্যক্রমে পুরনো বিধি ফেরাতে বলা হয়েছে। ফলে এবার থেকে সপ্তাহের প্রথম ও তৃতীয় শনিবার খোলা থাকবে ব্যাঙ্ক।

 

বলে রাখি, অনলক ফোরে পশ্চিমবঙ্গে পানশালা খোলার অনুমতি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তোড়জোড় শুরু হয়েছে মেট্রো রেল পরিষেবা শুরু করার। এর মধ্যে ব্যাঙ্ক ৫ দিন কাজে ফেরায় আরেকটু স্বাভাবিকতার দিকে এগোবে জনজীবন।

আরও পড়ুন: মহামারীর আকার নিচ্ছে আত্মহত্যা! এগিয়ে মহারাষ্ট্র, উদ্বেগজনক অবস্থা বাংলারও

Exit mobile version