Site icon The News Nest

Happy Bhai Phonta 2020: ভাইফোঁটার শুভেচ্ছা পাঠান দূরে থাকা কাছের মানুষদের

BC

সেই যে এক মাস আগে শুরু হয়েছিল উৎসবের মেজাজ, এবার তা শেষ হয়ে আসার পালা। দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, এক এক করে কেটে গেল সব। দীপাবলি শেষে এবার শুধু ভাই ফোঁটা বা ভাতৃদ্বিতীয়ার অপেক্ষা। তিথি অনুযায়ী আগামীকাল অর্থাৎ সোমবার ভাইফোঁটা। কার্তিক মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে ভাই ফোঁটা হয়ে থাকে।

ভাইফোঁটার দিনে বোনেরা তাদের ভাইয়ের মঙ্গলের জন্য তো ফোঁটা দেয়। তবে আজকাল শুভেচ্ছা দেওয়া তো একটা ট্রেন্ড। তাই একটি মিষ্টি ভাইফোঁটার শুভেচ্ছার মাধ্যমে আপনি আপনার ভাইয়ের কাছে নিজের মনের কথা প্রকাশ করতে পারেন। আমাদের আজকের নিবন্ধে বোনেদের জন্য তাদের ভাইকে ভাইফোঁটায় শুভেচ্ছা জানানোর জন্য সুন্দর মিষ্টি শুভেচ্ছা দেওয়া হল।

আরও পড়ুন: ‘ভুটু ভাইজানে’র স্মৃতি উস্কে শিশু দিবসে হাজির ‘হামি ২’-র পোস্টার

 

আরও পড়ুন: Bhai Phota Special: ভাইকে নিজে হাতে মিষ্টি তৈরি করে খাওয়ান, জেনে নিন তিনটি সহজ মিষ্টির রেসিপি

 

Exit mobile version