‘ভুটু ভাইজানে’র স্মৃতি উস্কে শিশু দিবসে হাজির ‘হামি ২’-র পোস্টার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ঝগড়াঝাটি রাগ, মারামারি ভাগ / সেরে যাবে সব পাগলামি/ শুধু ৩টে ৪টে ৭টা ৮টা হামি”। মিষ্টি এই কথাতেই শিশু দিবসের (Children’s Day) সকাল জুড়িয়ে দিলেন পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) এবং নন্দিতা রায় (Nandita Roy)। প্রকাশ করলেন ‘হামি ২’র (Haami 2) প্রথম পোস্টার।

একটু দুষ্টুমি, একটু খুনসুটি আর অনেকটা মজা নিয়েই আগের বারের মতো হাজির হবে ‘হামি ২’।এরকমই একটা কিছু হতে চলেছে তার আভাস পাওয়া গিয়েছিল স্বনামধন্য মশলা কোম্পানির বিজ্ঞাপন সামনে আসার পর।এবার অবশ্য ছবিতে মাস্কের এক বিশেষ ভূমিকা থাকবে। কারণ করোনা আবহেই তৈরি হচ্ছে ছোটদের হামি। পোস্টারে রয়েছে তারই ইঙ্গিত।

আরও পড়ুন: স্মার্ট ফোনে আটকে পড়া ছোটদের দুনিয়া, বিপন্ন শৈশবের গল্প বলছে হাবজি গাবজি

২০১৮ সালের ১১ মে মুক্তি পেয়েছিল ‘হামি’। ৮৫ লক্ষ টাকা বাজেটে তৈরি ছবিটি সে বছর সাড়ে সাত কোটি টাকার ব্যবসা করেছিল। ছবিতে অভিনয় করেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, গার্গী রায়চৌধুরী, খরাজ মুখোপাধ্যায়, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, তনুশ্রী শংকরের মতো একঝাঁক টলিউড তারকা। তবে দর্শকদের মন কেড়েছিল ‘ভুটু ভাইজান’। বোধিসত্ত্ব বিশ্বাস ওরফে ‘ভুটু ভাইজানে’র চরিত্রে ব্রত বন্দ্যোপাধ্যায়ের (Broto Banerjee) সাবলীল অভিনয় প্রত্যেকের মন ছুঁয়ে গিয়েছিল।

এবারেও ব্রত থাকছে ছবিতে। থাকছেন আরও একজন। টলিউডের ‘মিস্টার ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। অবশ্য ছবিতে কীভাবে তাঁকে দেখা যাবে, সেই সম্পর্কে এখনও পর্যন্ত তেমন কিছু জানা যায়নি। বাকিরা কে কোন চরিত্রে রয়েছেন অর্থাৎ আগের অভিনেতারাই সেই সব চরিত্রে আছেন নাকি বদল ঘটতে পারে সেই ব্যাপারে এখনও কিছুই জানা যায়নি প্রযোজনা সংস্থার তরফে। একইভাবে নতুন কোনও চরিত্রর আগমন ঘটবে কিনা তা জানতে হলেও অপেক্ষা কাম্য।২০২১-এ মুক্তি পাবে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘হামি ২’।

আরও পড়ুন: এবার শাকিবের নায়িকা কৌশানী? গুঞ্জনের কি জবাব দিলেন নায়িকা…

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest