Site icon The News Nest

এত দিন পর মুখ খুলে মিথ্যে বলছেন, ক্ষমা চান, শ্রমিক ইস্যুতে শাহকে তোপ অভিষেকের

Amit

কলকাতা: অমিত শাহের অভিযোগ সর্বৈব মিথ্যা বলে পালটা ক্ষমা চাওয়ার দাবি তুললেন যুব তৃণমূল নেতা তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার এক টুইটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন তিনি। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অভিযোগ করেছিলেন, প্রবাসী শ্রমিকদের ট্রেন পশ্চিমবঙ্গে ঢোকার অনুমতি দিচ্ছে না রাজ্য সরকার। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি পাঠিয়েছেন। তাঁর অভিযোগ, পরিযায়ী শ্রমিক সমস্যা সমাধানে রাজ্যের তরফে সহযোগিতা মিলছে না। সে প্রসঙ্গেই টুইটারে অমিত শাহকে একহাত নিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: ঘরে ফেরার দাবিতে সুরাটে ফের বিক্ষোভ শ্রমিকদের, চলল লাঠি-কাঁদানে গ্যাস,

‘নিজের দায়িত্ব পালনে ব্যর্থ একজন স্বরাষ্ট্রমন্ত্রী এত সপ্তাহ পর মুখ খুললেন, তাও মিথ্যা প্রচারে! উনি ওই মানুষদের সম্পর্কে বলছেন, যাঁদেরকে ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে অমিত শাহের সরকারই। অমিত শাহ নিজের মিথ্যা অভিযোগ হয় প্রমাণ করুন, নয়তো ক্ষমা চান।’ এমনই কড়া ভাষায় টুইট করেছেন ডায়মন্ডহারবারের সাংসদ।

অমিত শাহকে নিশানা করে অভিষেক টুইট করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে উনি নিজের দ্বায়িত্ব পালন করতে পারেননি। কয়েক সপ্তাহ নীরব থাকার পর উনি জেগেছেন। এখন বিভিন্ন রকম মিথ্যে বলে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন। উনি এমনসব মানুষদের বোঝানোর চেষ্টা করছেন যাঁরা ওর সরকারের সিদ্ধান্তের ফলে এখন ভুগছেন। আপনার মিথ্যে অভিযোগ প্রমাণ করুন। নয়তে ক্ষমা চান।

শনিবার সকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, প্রবাসী শ্রমিকদের ট্রেন পশ্চিমবঙ্গে ঢুকতে দিচ্ছে না রাজ্য সরকার। যার ফলে তাঁদের প্রতি অবিচার হচ্ছে। যদিও শুক্রবারই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী শ্রমিকদের ফেরাতে নবান্ন রেল মন্ত্রকের কাছে ৮টি ট্রেন চালানোর অনুরোধ জানিয়েছে বলে খবর। 

আরও পড়ুন: রাম মন্দির নির্মাণে দান করুন, মিলবে করছাড়, করোনাতঙ্কের মধ্যেই ঘোষণা কেন্দ্রের

Exit mobile version