Site icon The News Nest

Weather Update: ভোর থেকে দফায় দফায় বৃষ্টি কলকাতায়, উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শিলা বৃষ্টির সম্ভাবনা

kolkata rain scaled

পূর্বাভাস ছিল আগে থেকেই। সেই মতো আজ সকালে আলো ফুটতে না ফুটতেই কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টি হয়ে যায় এক পশলা।

হাওয়া অফিস সূত্রে খবর, জোড়া পশ্চিমী ঝঞ্ঝার ঠান্ডা হাওয়া ও সাগর থেকে আসা গরম পূবালী হাওয়ার সংস্পর্শে তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ। সেই মেঘ থেকেই বৃষ্টি ও শিলা বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে রাজ্যজুড়ে। এর জেরে রাতের তাপমাত্রা বাড়ল ৪ ডিগ্রি। এদিন সকাল থেকেই কুয়াশার চাদরে ঢাকে কলকাতা-সহ একাধিক জেলা। দিনভর থাকবে মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে হবে বৃষ্টি। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ।

আরও পড়ুন: Unknown Fever: উত্তরবঙ্গে ফের অজানা জ্বরের আতঙ্ক, মৃত্যু তিন শিশুর

সব মিলিয়ে, মঙ্গলবার পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে। এ সবই হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা কারণে, যা উত্তুরে হাওয়ার গতি রুদ্ধ করছে। সঙ্গে যুক্ত হয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত যা বঙ্গোপসাগর হয়ে গঙ্গাসাগর পর্যন্ত যাওয়ার সময় দক্ষিণবঙ্গে প্রচুর জলীয় বাষ্প রেখে দিয়ে গিয়েছে।
আরও পড়ুন: ওষুধের পার্সেল খুলতেই প্রবল বিস্ফোরণ! উত্তর দিনাজপুরের হেমতাবাদে জখম ৪
Exit mobile version