Site icon The News Nest

Liquor: সুরাপ্রেমীদের জন্য সুখবর, এবার মদ পাওয়া যাবে রেশন দোকানেই!

DRINKS

রেশন দোকান থেকে মদ বিক্রির অনুমতি চেয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি পাঠাল দেশের রেশন ডিলারদের অ্যাসোসিয়েশন। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের তরফে কেন্দ্রীয় সরকারের কাছে এই চিঠি পাঠানো হয়। কেন্দ্রের রেশন নীতির ফলে দেশের রেশন দোকানগুলির রোজগার ক্রমশ কমতে শুরু করেছে বলে অভিযোগ।

সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু চিঠির প্রতিলিপি পাঠিয়েছেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী পীযূষ গয়াল, কেন্দ্রীয় অর্থ সচিব, কেন্দ্রীয় রাজস্ব সচিব, কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা ও খাদ্য মন্ত্রকের প্রতিমন্ত্রী ও সব রাজ্যের খাদ্য কমিশনার ও খাদ্য সচিবদের। রেশন ডিলারদের দাবি, দেশের রেশন দোকানগুলিকে বাঁচাতে গেলে প্রয়োজনীয় পদক্ষেপ ও সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্রীয় সরকারকে। সঙ্গে এগিয়ে আসতে হবে রাজ্য সরকারগুলিকেও। তাই তাঁরা রেশন দোকান থেকেই লাইসেন্স প্রাপ্ত মদ বিক্রির আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের কাছে।

আরও পড়ুন: এক ক্লিকে পান স্বাস্থ্যসাথী কার্ড, জানুন কীভাবে

সূত্রের খবর, কেন্দ্রীয় খাদ্য ও সরবরাহ মন্ত্রকের প্রধান সচিব সুধাংশু পান্ডেকে লেখা চিঠিতে ডিলারস ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু নিজেদের সমস্যা তুলে ধরার পাশাপাশি অভিনব এই প্রক্রিয়া সরকার গ্রহণ করলে রাজস্বের দিক থেকে কেন্দ্র এবং রাজ্য কতখানি উপকৃত হবেন সেই ব্যাখ্যাও রাখা হয়েছে৷ বস্তুত, সংগঠনের হিসেবে দেশে সরকার অনুমোদিত রেশন দোকানের সংখ্যা পাঁচ লাখ ৩৭ হাজার ৮৬৮। রেশন ব্যবসার সঙ্গে পরোক্ষ ও পরোক্ষভাবে যুক্ত প্রায় আট কোটি পরিবার৷ ফলে রেশন দোকান থেকে মদ (Liquor) বিক্রির অনুমতি দেওয়া হলে একদিকে তারা যেমন উপকৃত হবেন তেমনই সরকারের কোষাগারেও বাড়তি মুনাফা লাভ হবে৷

এবিষয়ে কেন্দ্রের পাশাপাশি প্রতিটি রাজ্যের কাছেও মানবিক সৌহাদ্যপূর্ণ সহযোগিতার আর্জিও জানাবেন রেশন ডিলার সংগঠনের কর্মকর্তারা৷

আরও পড়ুন: কেমন থাকবে পুজোর দিনগুলির আবহাওয়া ? কী পূর্বাভাস দিল হাওয়া অফিস ?

Exit mobile version