Site icon The News Nest

প্রতিশ্রুতি রাখলেন অভিষেক! অবশেষে Ira Basu-র পেনশন চালু, ‘নমিনি’ বুদ্ধদেব কন্যা সুচেতনা

Ira basu abhishek

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শ্যালিকা ইরা বসুকে (Ira Basu) সরকারি পেনশন দিতে ব্যবস্থা নিল অর্থ দপ্তর। নবান্ন সূত্রে খবর, মঙ্গলবার অর্থ দপ্তরের তরফে এই অনুমোদন মিলেছে। পেনশনের পাশাপাশি গ্র‌্যাচুইটির অর্থও দ্রুত ইরাদেবীকে দেওয়া হবে বলেও অর্থ দপ্তর সূত্রে খবর।  নবান্ন সূত্রে জানা গিয়েছে, ইরার পেনশনের ‘নমিনি’ হিসাবে রয়েছে বুদ্ধদেব-কন্যা সুচেতনার নাম।

খড়দহ প্রিয়নাথ বালিকা বিদ্যালয়ের এক সময়ের জীবনবিজ্ঞান শিক্ষিকা ইরাকে কয়েক দিন আগে পাওয়া গিয়েছিল ডানলপ মোড়ের কাছে, ফুটপাতে। ঘাড় পর্যন্ত ছাঁটা উসকোখুসকো চুল। শতচ্ছিন্ন নাইটি পরিহিত বৃদ্ধা ওই এলাকায় পরিচিত ‘ভবঘুরে মাসিমা’ নামে। অথচ সল্টলেকে তাঁর নিজের বাড়ি রয়েছে। এর পর ইরা দেবীকে পুলিশ উদ্ধার করে লুম্বিনী পার্ক মানসিক হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন: সোনারপুরে রাসায়নিক কারখানায় আগুন, ছড়াল ব্যাপক আতঙ্ক

এর পর বুদ্ধদেবের স্ত্রী মীরা ভট্টাচার্য লিখিত বিবৃতি দিয়ে জানান, ইরা তাঁর নিজের বোন। তিনি স্বেচ্ছায় এই জীবন বেছে নিয়েছেন। হাসপাতালে কিছু দিন থাকার পর খড়দহের বাড়িতে ফেরেন ইরা। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শ্যালিকাকে এমন অবস্থায় পাওয়ার খবর পৌঁছায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কাছে। তিনি লোক পাঠিয়ে ইরাদেবীর খোঁজখবর নেন। অভিষেকের প্রতিনিধিরাই ইরাদেবীকে পেনশনের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। গোটা বিষয়টি দেখে দ্রুত যাতে ইরাদেবী তাঁর প্রাপ্য পেনশন ও গ্র‌্যাচুইটি পান, সে বিষয়ে সক্রিয় হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন অর্থ দপ্তর তাঁর প্রাপ্য পেনশন ও গ্র‌্যাচুইটির টাকা দেওয়ার অনুমোদন দেয়।

অর্থ দপ্তর (Department of Finance) সূত্রে খবর, আপাতত মাসে ১৩ হাজার ৯৮৫ টাকা পেনশন বাবদ পাবেন ইরাদেবী। খড়দহের প্রিয়নাথ হাইস্কুলের শিক্ষিকার পদ থেকে ২০০৯ সালের ১ মে অবসর গ্রহণ করেছিলেন ইরাদেবী। ওই তারিখ থেকেই তাঁর পেনশন কার্যকরী হবে। মাসিক পেনশন ছাড়াও নির্দিষ্ট সময় থেকে তাঁর যে বকেয়া পেনশন রয়েছে, তাও তাঁকে মিটিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: দেওরের সঙ্গে পরকীয়ায় বাধা, খুন করে স্বামীর দেহ সিঁড়ির তলায় লুকিয়ে রাখলেন স্ত্রী

 

 

Exit mobile version