Site icon The News Nest

Karnataka: ‘ভয়াবহ পরিস্থিতি’, হিজাব বিতর্কে গর্জে উঠলেন নোবেল জয়ী মালালা ইউসুফজাই

malala

কর্ণাটকের হিজাব বিতর্ক (Karnataka Hijab Row) ক্রমশ ডালপালা মেলছে। আন্তর্জাতিক ইস্যু হয়ে দাঁড়াচ্ছে এই বিতর্ক। কর্ণাটকের অশান্তির মাঝেই মুসলিম পড়ুয়াদের পাশে দাঁড়ালেন নোবেল জয়ী মালালা ইউসুফজাই (Malala Yousafzai)।

কর্নাটকে হিজাব বিতর্ক নিয়ে মঙ্গলবার টুইটারে একটি ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন পোস্ট করেন মালালা। সেই প্রতিবেদনের শিরোনামে ছিল, ‘আমায় বুঝিয়ে দেওয়া হয় যে আমি মুসলিম….।’ সেই প্রতিবেদনের প্রেক্ষিতে মালালা লেখেন, ‘পড়াশোনা এবং হিজাবের মধ্যে কোনও একটা বেছে নিতে আমাদের বাধ্য করছে কলেজ। হিজাব পরে মেয়েদের স্কুলে যেতে নিষেধ করার বিষয়টি ভয়াবহ। খোলামেলা পোশাক হোক বা ঢাকা পোশাক – মহিলাদের অবজেক্টিফিকেশনের ধারা অব্যাহত আছে।’ এর পরই ভারতের রাজনীতিকদের উদ্দেশে তাঁর বার্তা, ‘মুসলিম মহিলাদের কোণঠাসা করার চেষ্টা এ বার বন্ধ করুন আপনারা।’

আরও পড়ুন: ৪৫ ঘণ্টা ধরে দুর্গম পাহাড়ের খাঁজে আটকে যুবক! উদ্ধার করল সেনা

এই প্রথম নয়। এর আগে কৃষি আইন নিয়ে সরব হয়েছিলেন মালালা। কৃষকদের সমর্থনে মোদী সরকারের কাছে কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়েছিলেন।

অন্যদিকে, কর্ণাটকের শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরা (Karnataka Hijab Row) নিয়ে হাইকোর্ট কী রায় দেয় সেদিকে তাকিয়ে ছিল রাজ্য সরকার থেকে শুরু করে শিক্ষক মহল এবং পড়ুয়ারা৷ কিন্তু হিজাব পরার অনুমতি চেয়ে হাইকোর্টে দায়ের হওয়া পিটিশনের নিষ্পত্তি বুধবার সিঙ্গল বেঞ্চে৷ হল না বিচারপতি কৃষ্ণ দীক্ষিতের সিঙ্গল বেঞ্চ (Karnataka HC Single Bench Judge Krishna Dixit) বিতর্কিত মামলাটি বৃহত্তর বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন৷ তিনি কোনও অন্তর্বর্তী নির্দেশও দিতে চাননি৷ জানিয়েছেন, অন্তর্বর্তী নির্দেশের ব্যাপারে বৃহত্তর বেঞ্চ যা সিদ্ধান্ত নেওয়ার নেবে৷

আরও পড়ুন: UP election 2022: আজ যোগীর রাজ্যে মমতার ‘খেলা”, বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন অখিলেশ

Exit mobile version