Site icon The News Nest

৭.৪ তীব্রতার জোরালো ভূমিকম্প মেক্সিকোতে, মৃত অন্তত ৫

ওয়েব ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৪। যার জেরে এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর মিলেছে। ফাটল ধরেছে বহু বাড়িতে। তীব্র ত্রাসে বহুতল ছেড়ে রাস্তায় এসে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ।

মেক্সিকোর রাষ্ট্রপতি আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ জানিয়েছেন, হুয়ালটুলকতে বহুতল ধসে পড়ে প্রাণ গিয়েছে একজনের। কিছু বাড়ির দেওয়াল ভেঙেছে, দরজা-জানলার কাচ ভেঙেছে। ফাটল ধরেছে বেশ কয়েকি বাড়িতে। ওয়াক্সাকার গভর্নর আলেজান্দ্রো মুরাত জানিয়েছেন, সান জুয়ান ওজোলোটেপেকের একটি পাহাড়ি গ্রামে বাড়ি ভেঙে পড়ে দ্বিতীয় জনের মৃত্যু হয়েছে। তৃতীয় ব্যক্তির মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন : মার্কিন বেকারত্ব নিয়ে ভেবে আকুল, সাময়িকভাবে H1-B ভিসা বাতিল করলেন ট্রাম্প

ফেডেরাস সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ আরও দু জনের মৃত্যুর খবর জানিয়েছে। একটি সরকারি তেলের সংস্থা পেমেক্স রিফাইনারির একটি কাঠামো থেকে পড়ে গিয়ে এক কর্মীর মৃত্যু হয়েছে। আর সান অগাস্টিন আমাতেনজোর ওয়াক্সাকা গ্রামে দেওয়াল ভেঙে পড়ে আর একজনের প্রাণ গিয়েছে।

ভূমিকম্পের পরেই উপকূলে সুনামি দেখা দিয়েছে বলে বলছেন দেশটিরে ভূতাত্বিক জরিপ বিভাগ। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ২ মিটার পর্যন্ত বেড়েছে।  উপকূলীয় এলাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভূমিম্পের ফলে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূল এবং মধ্য ও দক্ষিণ আমেরিকায় সুনামির আশঙ্কা করা হচ্ছে।

কম্পনের পর সামগ্রিক পরিস্থিতি নিয়ে সিভিল ডিফেন্স প্রধানের সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ অরবাডর। এবারের ভূমিকম্পের উৎস ছিল সান পেদ্রো পচুতলা শহর থেকে ৬৯ কিলোমিটার উত্তর পূর্বে।

এর আগে ২০১৭ সালে মেক্সিকোর মধ্যাঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ৩৫৫ জন মানুষের প্রাণহানি ঘটে।

আরও পড়ুন : গালওয়ানে মৃত্যু হয়েছে চিনা সেনা কমান্ডারের ঢোঁক গিলে কবুল করল বেজিং

Exit mobile version