বসন্ত এসে গেছে! জানান দিল গুগল ডুডল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নিউজ কর্নার ওয়েব ডেস্ক: ক্যালেন্ডার মেনেই দোলের আগের দিন চলে এল বসন্ত। ভূগোল বই অনুযায়ী বছরে দুবার রাত ও দিন সমান। ২০ মার্চ হল সেই দু দিনের একটি।এই দিন থেকেই রিতু পরিবর্তন শুরু হয়। নয়া ডুডল দিয়ে দিনটি উদযাপন করল গুগলও। পৃথিবী পৃষ্ঠের উপর একটি ফুলের অ্যানিমেটেড ডুডল প্রকাশ করেছে গুগল।

ল্যাটিন ভাষায় এই দিনটি স্প্রিং একুইন্স নাম পরিচিত।এই দিনে সূর্য সরাসরি পূর্বে ওঠে এবং সরাসরি পশ্চিমে অস্তমিত হয়। প্রতি বছর দু’টি করে দিন-রাত্রি সমান হওয়ার ঘটনা ঘটে, একটি মার্চ মাসে এবং অন্যটি সেপ্টেম্বরে। ইক্যুইনক্স’ শব্দটি ল্যাটিন শব্দ ‘ইক্যুই’ থেকে এসেছে, যার অর্থ সমান, এবং ‘নক্স’ অর্থাৎ রাত্রি। ২০ মার্চ মহাবিষুব এবং ২৩ সেপ্টেম্বর জলবিষুব বা অটাম একুইন্স পালিত হয়।

তবে ক্যালেন্ডার যাইহোক না কেন, রাস্তার ধারে ধারে আগুন রঙের পলাশ, লাল রঙের শিমূল, এদিক ওদিক অমলতাসের রঙ আমাদের চিনিয়ে দিচ্ছে, ঋতুরাজ এসে গিয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest