তিন বছরের পুরোনো মামলায় উদ্ভব ঠাকরের নামে জারি গ্রেফতারি পরোয়ানা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মুম্বই: লোকসভা ভোটের সময় বিপাকে পড়লেন শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে৷ তাঁর নামে জারি হল গ্রেফতারি পরোয়ানা৷ যেকোন সময় গ্রেফতার হয়ে যেতে পারেন তিনি৷

উদ্ভব ঠাকরে ছাড়া দলের আরও এক নেতা সঞ্জয় রাউত ও কার্টুনিস্ট শ্রীনিবাস প্রভুদেশাইয়ের নামেও গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে৷ মঙ্গলবার মহারাষ্ট্রের একটি আদালতের বিচারপতি এই ওয়ারেন্ট ইস্যু করেন৷ তিন বছর পুরোন এক ঘটনার পরিপ্রেক্ষিতে এই ওয়ারেন্ট৷

২০১৬ সালের সেপ্টেম্বর মাসে শিবসেনা মুখপাত্র সামনায় একটি কার্টুন ছাপা হয়৷ ভরা মিছিলে এক যুগলকে চুম্বনরত অবস্থায় দেখানো হয়েছিল ওই কার্টুনে৷ মারাঠাদের নিঃশব্দ প্রতিবাদকে কটাক্ষ করে এই কার্টুন আঁকা হয়েছিল৷ কার্টুনটি এঁকেছিলেন শ্রীনিবাস প্রভুদেশাই৷ মারাঠাদের নিঃশব্দ প্রতিবাদ চুম্বন প্রতিবাদে পরিণত হয়েছে এটাই তিনি বোঝাতে চেয়েছিলেন এই কার্টুনের মধ্যে দিয়ে৷ তারপর শিবসেনার উপর ক্ষেপে যায় একাধিক মারাঠা সংগঠন৷ এমন অশ্লীল কার্টুনের জন্য মারাঠা সংগঠনের বেশ কিছু নেতা শিবসেনার নামে থানায় অভিযোগ দায়ের করেন৷ ওই কার্টুন মহারাষ্ট্রের রাজনীতিতেও ঝড় তোলে৷ নভি মুম্বইয়ে সামনার অফিসে হামলা পর্যন্ত হয়৷ কংগ্রেস ও এনসিপিও নিন্দা করে৷ বিপদ বুঝে ক্ষমা চেয়ে নেন কার্টুনিস্ট শ্রীনিবাস প্রভুদেশাই৷ জানান, কারোর ভাবাবেগকে আঘাত করার অভিপ্রায়ে তিনি এই কার্টুন আঁকেননি৷

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest