বদলে গেল টাইম ম্যাগাজিনের সুর, ‘বিভাজনের রাজনীতির হোতা’ বলা হল নরেন্দ্র মোদীকে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

#নয়াদিল্লি: বদলে গেল টাইম ম্যাগাজিনের সুর। একসময় যে ম্যাগাজিনের কভার স্টোরি হয়েছিল মোদী ম্যাটার্স, সেই ম্যাগাজিনেরই কভারে ভারতের প্রধানমন্ত্রীকে দাগিয়ে দেওয়া হল বিভাজনের রাজনীতির হোতা হিসাবে।

ম্যাগাজিনের যে প্রতিবেদনের কারণে এই কভার করা হয়েছে, তা লিখেছেন আতীশ তসির। প্রতিবেদনটির হেডলাইন, ‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্র কি আর পাঁচ বছরের জন্য মোদীর সরকারকে সহ্য করতে পারবে?’

প্রতিবেদনটিতে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ধর্মনিরপেক্ষ নীতির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনাকে তুলনা করা হয়েছে। লেখা হয়েছে, ‘হিন্দু ও মুসলিমের মধ্যে ভ্রাতৃত্ব গড়ে তোলার কোনও ইচ্ছেই প্রকাশ করেননি মোদী।’ প্রতিবেদনে গুজরাটের হিংসায় প্রচুর মানুষের প্রাণহানির প্রসঙ্গও তুলে ধরা হয়েছে। পুরো লেখাতেই হিন্দু-মুসলসিমের সম্পর্ক নিয়ে, আর তাতে ‘মোদীর হিন্দুত্বঘেঁসা মনোভাবের’ সমালোচনা করা হয়েছে। আতীশ তসিরের লেখায় উঠে এসেছে, বিগত ৫ বছর দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর হানা, গণপিটুনি, নোটবন্দি, তলানিতে ঠেকে যাওয়া মহিলা নিরাপত্তা ও সাধ্বী প্রজ্ঞার নির্বাচনে প্রার্থী হওয়ার প্রসঙ্গ। বলা হয়েছে, অর্থনতিক পরীক্ষা নিরীক্ষা মুখ থুবড়ে পড়ার পর ধর্মের ছাতার তলায় আশ্রয় নিয়েছেন মোদী। জাতীয়তাবাদকে ছড়িয়ে দেশের বাতাস বিষাক্ত করে তোলা হয়েছে পরিকল্পিত ভাবে।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest